চিন্নাস্বামীতে যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-বরুণরা


IPL 2023: এখনও অবধি ১৬তম আইপিএলের ১০টি দল ৭টি করে ম্যাচে খেলেছে। ২টি দলের পয়েন্ট রয়েছে ১০ করে। ৪টি দলের পয়েন্ট ৮ করে। ১টি দলের রয়েছে ৬ পয়েন্ট। ৩টি দলের পয়েন্ট ৪ করে। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি আরসিবি ও কেকেআর। এ বার দেখার এই ম্যাচে কোন দল ২ পয়েন্ট পায়।

চিন্নাস্বামীতে যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-বরুণরা

বেঙ্গালুরু : আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবলের ৫ নম্বরে থাকা ফাফ ডু’প্লেসির আরসিবি (RCB) আজ নীতীশ রানার কেকেআরের (KKR) বিরুদ্ধে ঘরের মাঠে নামবে। শেষ বার দুই দলের সাক্ষাৎ হয়েছিল ইডেনে। সেই ম্যাচে নাইটদের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার আরসিবির ঘরের মাঠে সেই হারের বদলা নেওয়ার সুযোগ। প্রসঙ্গত, এই ম্যাচে দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার একাধিক মাইলস্টোন স্পর্শ করতে পারেন। সেগুলি কী কী বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আরসিবি বনাম কেকেআর ম্যাচে দুই দলের কয়েকজন ক্রিকেটার যে সকল মাইলস্টোন গড়তে পারেন সেগুলি হল —

১) নীতীশ রানা – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চার মারা থেকে ২টি চার দূরে রয়েছেন নাইট ক্যাপ্টেন নীতীশ রানা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বর্তমানে রানার নামের পাশে রয়েছে ৩৪৮টি চার।

২) জেসন রয় – আইপিএলে ৫০টি চার পূর্ণ হওয়া থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন জেসন রয়। তাঁর ঝুলিতে এখন আইপিএলে রয়েছে ৪৯টি চার।

৩) বরুণ চক্রবর্তী – আইপিএল কেরিয়ারের ৫০ তম ম্যাচে খেলতে নামবেন কেকেআরের বরুণ চক্রবর্তী। এখনও অবধি তিনি ৪৯টি আইপিএলের ম্যাচে খেলেছেন।

৪) ভেঙ্কটেশ আইয়ার – টি-২০ ক্রিকেটে ২০০টি চার পূর্ণ হওয়া থেকে ৬টি চার দূরে রয়েছেন।

৫) টিম সাউদি – আইপিএলে ৫০তম উইকেট নেওয়া থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন টিম সাউদি।

৬) লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন লকি ফার্গুসন।

Leave a Reply