Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders : চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্য়াটিং সহায়ক পিচ বোলারদের কাছে কঠিন পরীক্ষা। এই মাঠে প্রথমে ব্য়াট করা দল ৩টি এবং রান তাড়া করা দল ২ ম্য়াচে জিতেছে এ মরসুমে। কেকেআরের স্পিনত্রয়ী ছন্দে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন লেগ স্পিনাররা। তার জন্য় অবশ্য বোর্ডে বড় রান তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
Image Credit source: twitter
বেঙ্গালুরু : টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসি এই ম্য়াচেও ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। কেকেআর অধিনায়ক নীতীশ রানা জানালেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। এই ম্য়াচেও দলে পরিবর্তন কলকাতা নাইট রাইডার্সের। অভিষেক হতে চলেছে পেসার বৈভব অরোরার। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। এই ম্য়াচে আরসিবি শিবিরে নজর ছিল জশ হ্য়াজলউডের দিকে। এ মরসুমে এখনও খেলেননি জশ। তিনি সুস্থ হয়ে উঠছেন। শুরুতেই জানানো হয়েছিল প্রথম সাত ম্য়াচে তাঁকে পাওয়া যাবে না। আগের দিন অনুশীলন করলেও এই ম্য়াচে তাঁকে ফেরানোর ঝুঁকি নিল না আরসিবি। দু-দলের একাদশ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কলকাতা নাইট রাইডার্স কি সঠিক কম্বিনেশন খুঁজে পেল? প্রথম সাত ম্য়াচের পর অবশ্য উত্তরটা ‘না’। এ বারের আইপিএলে অষ্টম ম্য়াচে খেলছে কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামীতে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ঘরের মাঠে এই আরসিবিকে বিশাল ব্য়বধানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আরসিবিকে মাত্র ১২৩ রানে অলআউট করেছিল কেকেআর। এর মধ্যে ৯টি উইকেট নিয়েছিলেন কেকেআর স্পিনাররা। চিন্নাস্বামীতে কেমন একাদশ গড়ে কেকেআর সেদিকেই নজর ছিল। চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্য়াটিং সহায়ক পিচ বোলারদের কাছে কঠিন পরীক্ষা। এই মাঠে প্রথমে ব্য়াট করা দল ৩টি এবং রান তাড়া করা দল ২ ম্য়াচে জিতেছে এ মরসুমে। কেকেআরের স্পিনত্রয়ী ছন্দে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন লেগ স্পিনাররা। তার জন্য় অবশ্য বোর্ডে বড় রান তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
দেখে নিন দু-দলের একাদশ
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর- বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সূয়াশ প্রভুদেশাই, হর্ষল প্য়াটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার বিশাখ, মহম্মদ সিরাজ।
কলকাতা নাইট রাইডার্স-নারায়ণ জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, জেসন রয়, নীতীশ রানা, সুনীল নারিন, রিঙ্কু সিং, ডেভিড উইজে, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।