তালিকায় নিয়মিত ওলট-পালট, অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির মাথায়ই


IPL 2023 : তালিকায় প্রথম পাঁচে রয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার (তৃতীয়), শুভমন গিল (চতুর্থ), বিরাট কোহলি (পঞ্চম)। মঙ্গলবার রাতেও অনবদ্য ইনিংস খেলেছেন শুভমন গিল। সাত ম্যাচে তাঁর মোট রান ২৮৪। তৃতীয় স্থানে থাকা ওয়ার্নার গত ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। তাঁর মোট রান ৩০৬। বিরাট কোহলির মোট রান ২৭৯। আজকের ম্যাচে ঘরের মাঠে বড় একটা ইনিংস খেলতে পারলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন বিরাট।

Image Credit source: IPL, FILE

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। কার্যত প্রতি ম্যাচই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছচ্ছে। তেমনই কিছু এক পেশে রয়েছে। তার সংখ্যা যদিও খুব কম। যেমন মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ একপেশেই হল। ৫৫ রানের বিশাল ব্যবধানে জিতল গুজরাট টাইটান্স। গত বারের চ্যাম্পিয়ন গুজরাট। গত বারই আইপিএল অভিষেক হয়েছে তাদের। টিম গেমই দেখা যায় টাইটান্সের। এ বারও একই পথে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। কিন্তু বিধ্বংসী ফর্মে থাকা ফাফ ডুপ্লেসিকে অরেঞ্জ ক্যাপের তালিকায় ছাপিয়ে যেতে পারছেন না কেউই। আজও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। তাও আবার ঘরের মাঠে। ফলে আবারও হয়তো লিড বাড়িয়ে নেবেন ফাফ। অরেঞ্জ ক্যাপের তালিকা বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ মরসুমে এখনও অবধি সাত ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের ব্যাটিং লাইন আপের মূল ভরসা তিনজন। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির জন্য একদিক থেকে যেমন ইতিবাচক দিক তেমনই নেতিবাচকও। এই ত্রয়ী ফিরলেই দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছেন বাকিরা।

সাত ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৪০৫ রান! অবাক হওয়ার মতোই। এর থেকেই বোঝা যায়, কতটা বিধ্বংসী ফর্মে রয়েছেন ফাফ। সাত ম্যাচের মধ্যে পাঁচটি অর্ধশতরান। ৩৩টি বাউন্ডারি এবং ২৫টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।

অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনার শুরুর দিকে ছন্দ খুঁজছিলেন। এরপর টানা চারটি হাফসেঞ্চুরি। এর মধ্যে একটি ৮৩ এবং ৭৭ রানের ইনিংসও রয়েছে। যদিও তালিকায় শীর্ষে থাকা ফাফ ডুপ্লেসির সঙ্গে পার্থক্য অনেকটাই। ৭ ম্যাচে ৩১৪ রান করেছেন সিএসকে ওপেনার।

তালিকায় প্রথম পাঁচে রয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার (তৃতীয়), শুভমন গিল (চতুর্থ), বিরাট কোহলি (পঞ্চম)। মঙ্গলবার রাতেও অনবদ্য ইনিংস খেলেছেন শুভমন গিল। সাত ম্যাচে তাঁর মোট রান ২৮৪। তৃতীয় স্থানে থাকা ওয়ার্নার গত ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। তাঁর মোট রান ৩০৬। বিরাট কোহলির মোট রান ২৭৯। আজকের ম্যাচে ঘরের মাঠে বড় একটা ইনিংস খেলতে পারলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন বিরাট।

Leave a Reply