পিতৃত্বকালীন ছুটি, আইপিএলে পাওয়া যাবে না ইংল্যান্ড পেসারকে!


Lucknow Super Giants : মে মাসের শেষ দিকে মার্ক উড এবং স্ত্রী সারা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। সে কারণেই আগে ভাগে দেশে ফিরবেন মার্ক উড। তারপর আর এ বারের আইপিএলে ফেরার সম্ভাবনা নেই তাঁর। ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে লখনউ সুপার জায়ান্টস। এরপর ঘরের মাঠে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ ও ৩ মে খেলবে লখনউ সুপার জায়ান্টস।

লখনউ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমেই অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। প্রথম বার তুলনামূলক ভালো খেলেছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ। এ বার এখনও সেই অর্থে ধারাবাহিকতা দেখাতে পারেনি। কোনও ম্যাচে রুদ্ধশ্বাস জয়, আবার কোনও ম্য়াচে সহজ ম্য়াচে কাছে পৌঁছেও হার। এর মধ্যেই অধিনায়ক লোকেশ রাহুল এবং লখনউ টিম ম্যানেজমেন্টের চাপ বাড়ছে। মরসুমের শেষ দিকে একটা বড় সময়ের জন্য ইংল্য়ান্ডের পেসার মার্ক উডকে পাওয়া যাবে না। অসুস্থতার কারণে লখনউ সুপার জায়ান্টসের গত দুটি ম্য়াচে খেলতে পারেননি মার্ক উড। মাত্র ৪ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন ইংল্য়ান্ডের এই পেসার। এর মধ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ জার্সিতে অভিষেক ম্যাচেই মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেটও নিয়েছেন মার্ক উড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্য়ান্ডের বেশ কিছু প্লেয়ারই খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তাদের মধ্যে বেশির ভাগ ক্রিকেটারকেই পুরো লিগে পাওয়া যাবে। কিন্তু মার্ক উডকে পুরো মরসুমে পাওয়ার সম্ভাবনা নেই। শেষ দিকে দেশে ফিরে যাচ্ছেন ইংল্য়ান্ডের পেসার মার্ক উড। মে মাসের শেষ দিকে মার্ক উড এবং স্ত্রী সারা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। সে কারণেই আগে ভাগে দেশে ফিরবেন মার্ক উড। তারপর আর এ বারের আইপিএলে ফেরার সম্ভাবনা নেই তাঁর। ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে লখনউ সুপার জায়ান্টস। এরপর ঘরের মাঠে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ ও ৩ মে খেলবে লখনউ সুপার জায়ান্টস। মার্ক উডের অনুপস্থিতিতে গত দু-ম্য়াচে আফগান পেসার নবীন উল হককে খেলিয়েছে লখনউ।

আইপিএল শেষ হতেই আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ইংল্য়ান্ড। আইপিএল ফাইনাল ২৮ মে। ১ জুন থেকে শুরু হবে আয়ার্ল্য়ান্ড টেস্ট। যদিও আইপিএলের মাঝে এ কারণে কোনও প্লেয়ারকে দেশে ফিরতে বাধ্য করবে না ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড। শুধু মাত্র আয়ার্ল্যান্ড টেস্টই নয় এরপর অ্যাসেজ সিরিজও রয়েছে। তবে ইংল্য়ান্ড প্লেয়ারদের আইপিএল ফাইনাল অবধি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply