Hardik Pandya: আইপিএলের সেরা ক্যাপ্টেন হার্দিক! ছাপিয়ে গেলেন ধোনিকেও


Most successful captain of IPL : এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোটামুটি সব ম্যাচই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রায় প্রতিটি ম্যাচের ফয়সালা হয়েছে শেষ ওভারে। মঙ্গলবার রাতের গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০৮ রান টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের অর্ধেক টিম সাজঘরে ফিরে গিয়েছিল ৫৯ রানে। এক তরফা ম্যাচ জিতে নিয়েছে গুজরাট টাইটান্স।

Image Credit source: Twitter

কলকাতা: সবচেয়ে বেশি পাঁচ বারের জয়ী টিম মুম্বই ইন্ডিয়ান্সকে মঙ্গলবার রাতের ম্যাচে ৫৫ রানে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স (Gujrat Titans)। ঘরের মাঠে রোহিতদের হারানোর পর আইপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন হয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বাস হচ্ছে না তো? না হওয়াই স্বাভাবিক। হার্দিক (Hardik Pandya) যে সফল ক্যাপ্টেন হতে পারেন তা গতবারের আইপিএলে গুজরাট টাইটান্স জয়ী না হলে কেউ বিশ্বাস করতেন না। জাতীয় দলের হয়ে যে গুটি কয়েক ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন হার্দিক, সেখানেও সফল তিনি (IPL 2023)। তবে এটা আইপিএল। যেখানে পাঁচ বার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সেখানে হার্দিক কীভাবে আইপিএলের সেরা ক্যাপ্টেন হতে পারেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে গুজরাট ম্যাচ জিততেই ব্রডকাস্টিং চ্যানেলের তরফে একটি পরিসংখ্যান রাখা হয়। এই তুলনা নূন্যতম ২০টি ম্যাচে ক্যাপ্টেন্সির নিরিখে। এই তালিকাতেই হার্দিক পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। তালিকায় হার্দিক পান্ডিয়া ২১টি ম্যাচের মধ্যে ১৫টিতে জিতেছেন। পাঁচটি ম্যাচে হার। ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে সবার শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

২০১৭ ম্যাচে ১২৮টিতে জয় এবং ৮৮ ম্যাচে হার নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন ধোনি। তাঁর উইনিং পার্সেন্টেজ ৫৮.৯৯ শতাংশ। সবচেয়ে বেশিবার আইপিএল ট্রফি জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা শীর্ষ পাঁচের মধ্যেও নেই। ১৪৯টি ম্যাতে ৮৩টিতে জয়, ৬৫ ম্যাটে হার এবং ৫৬.০৮ উইনিং পার্সেন্টেজ নিয়ে দল রয়েছে অষ্টম স্থানে। হিটম্যানের উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর, স্টিভ স্মিথ, অনিল কুম্বলে, ঋষভ পন্থ এবং শেন ওয়ার্ন।

Leave a Reply