RCB vs KKR IPL Match Result : আরসিবির বিরুদ্ধে ২-০ করল কেকেআর, চার হারের পর জয়


Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders Report : ইডেনে আরিসিবির বিরুদ্ধে বড় জয়ে ব্য়াটারদের পাশাপাশি বড় ভূমিকা নিয়েছিলেন কেকেআরের স্পিনত্রয়ী। এই ম্য়াচেও আরসিবির প্রথম ৮ উইকেটের মধ্যে পাঁচটিই স্পিনারদের দখলে। বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করেন। আরসিবি জোড়া ক্য়াচ মিস করেছিল। কেকেআর ফিল্ডিংয়ে অনবদ্য। সেখানেই বাজিমাত।

বিরাটের অর্ধশতরান, তাঁর ক্যাচ নিয়ে উচ্ছ্বসিত ভেঙ্কটেশ।

Image Credit source: IPL

দীপঙ্কর ঘোষাল : আরসিবির জন্য ২০১ রানের লক্ষ্য বড় কিনা বলা মুশকিল। তবে পাওয়ার প্লে-তেই ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্য়াক্সওয়েলের মতো বিধ্বংসী দুই ব্যাটারকে ফিরিয়ে কিছুটা হলেও স্বস্তিতে ছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের কাছে বড় বাধা, বিরাট তখনও ক্রিজে। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান তোলে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। আরসিবির মূল ভরসা টপ থ্রি। এ মরসুমে এই ম্য়াচের আগে আরসিবির ৭৯ শতাংশ রান করেছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্যে দু-জনকে আগেই ফিরিয়েছিল কেকেআর। কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার সূয়াশ শর্মা পাওয়ার প্লে-তেই ডুপ্লেসি, শাহবাজের উইকেট নেন। ত্রয়োদশ ওভারে রাসেলের বোলিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের অনবদ্য ক্য়াচে বিরাট কোহলি ফিরতেই ক্রমশ জয়ের গন্ধ পেতে থাকে কেকেআর শিবির। প্রয়োজন ছিল নিয়মিত ব্য়বধানে উইকেট নেওয়া। সেই কাজটাই করে দেখাল কেকেআর। ১৮তম ওভারে দীনেশ কার্তিক ফিরতেই ম্য়াচ কেকেআরের পকেটে। শেষ অবধি ২১ রানের জয়। ইডেনের পর চিন্নাস্বামীতেও জয়, আরসিবির বিরুদ্ধে এ মরসুমে ২-০ কেকেআরের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। চোটের কারণে ফাফ ডুপ্লেসি নেতৃত্ব দিচ্ছেন না। তিনি শুধু ব্য়াটিং করছেন। আরিসিবি নেতৃত্ব ফের বিরাট কোহলির হাতে। অ্যাওয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল আরসিবি। তাও আবার বিরাট ব্য়বধানে। ফলে ঘরের মাঠে বদলার ম্যাচ ছিল আরসিবির কাছে। কলকাতা নাইট রাইডার্স কার্যত খাদের কিনারায়। প্রথম সাত ম্য়াচের মধ্যে মাত্র দুটি জয়। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল কলকাতাও। চিন্নাস্বামীতে প্রথমে ব্য়াট করলে কতটা রান সুরক্ষিত এটা বোঝা কঠিন। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রেও তাই হল।

জেসন রয় অনবদ্য ছন্দে। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করলেন জেসন। মরসুমে প্রথম বার ৫০-র বেশি যোগ হল কেকেআরের ওপেনিং জুটিতে। তবে ওপেনিং জুটি ভাঙতেই খেই হারাল কেকেআর। পরপর ফেরেন দুই ওপেনার। জেসন রয় ৫৬ রান করেন। জগদীশন করলেন ২৯ বলে ২৭ রান। কেকেআর ইনিংসে গতি বাড়ান নীতীশ রানা। অল্পের জন্য় অর্ধশতরান হাতছাড়া হয় কেকেআর ক্য়াপ্টেনের। ৪৮ রানে ফেরেন তিনি। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান করে কলকাতা।

ইডেনে আরিসিবির বিরুদ্ধে বড় জয়ে ব্য়াটারদের পাশাপাশি বড় ভূমিকা নিয়েছিলেন কেকেআরের স্পিনত্রয়ী। এই ম্য়াচেও আরসিবির ৮ উইকেটের মধ্যে পাঁচটিই স্পিনারদের দখলে। বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করেন। আরসিবি জোড়া ক্য়াচ মিস করেছিল। কেকেআর ফিল্ডিংয়ে অনবদ্য। সেখানেই বাজিমাত। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান করে। আন্দ্রে রাসেল ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। এর মধ্যে রয়েছে বিরাট কোহলির উইকেটও।

Leave a Reply