ধোনির ইয়েলোব্রিগেড ও সঞ্জুর পিঙ্ক আর্মির লড়াইয়ে হতে পারে যে মাইলস্টোনগুলি


IPL 2023 : ঘরের মাঠে ধোনিদের বিজয়রথ থামিয়ে ২ পয়েন্ট পেতে মরিয়া রাজস্থান। এই ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন গড়তে পারেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। কোন কোন রেকর্ড গড়তে চলেছেন কারা?

ধোনির ইয়েলোব্রিগেড ও সঞ্জুর পিঙ্ক আর্মির লড়াইয়ে হতে পারে যে মাইলস্টোনগুলি

Image Credit source: Twitter

জয়পুর : হারের হ্যাটট্রিক? নাকি অপ্রতিরোধ্য দৌড় থালার? চুম্বকে এই হল চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ। একদিকে দুরন্ত ফর্মে থাকা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সিএসকে। অন্যদিকে চলতি আইপিএলে (IPL 2023) পরপর ২টো ম্যাচ হেরেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (RR)। লিগ টেবলের ফাস্ট বয়ের মুখে নামার আগে বেশ চাপে জস বাটলাররা। শেষ ২টো ম্যাচে রাজস্থান হারার ফলে টিমে বেশ কিছু বদল হতে পারে। ধোনিদের বিজয়রথ থামিয়ে ২ পয়েন্ট পেতে মরিয়া রাজস্থান। এই ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন গড়তে পারেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। কোন কোন রেকর্ড গড়তে চলেছেন কারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

১৬তম আইপিএলে RR vs CSK ম্যাচে যে মাইলস্টোনগুলি হতে পারে সেগুলি হল —

১) মহেন্দ্র সিং ধোনি – আইপিএলে ৩৫০টি চার পূর্ণ করতে হলে মহেন্দ্র সিং ধোনিকে রাজস্থানের বিরুদ্ধে ২টি চার মারতে হবে।

২) অজিঙ্ক রাহানে – টি-২০ ক্রিকেটে ১০০তম ক্যাচের রেকর্ড গড়তে হলে আর ১টি ক্যাচ নিতে হবে অজিঙ্ক রাহানে।

৩) ডেভন কনওয়ে – টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে হলে রাজস্থানের বিরুদ্ধে সিএসকের ওপেনার ডেভন কনওয়েকে তুলতে হবে ৩৭ রান।

৪) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ৬ হাজার পূর্ণ হওয়া থেকে ৪৭ রান দূরে রয়েছেন রায়ডু। একইসঙ্গে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ১০০টি ক্যাচের রেকর্ড স্পর্শ করতে হলে আর ১টি ক্যাচ নিতে হবে রায়ডু।

৫) রবীন্দ্র জাডেজা – টি-২০ ক্রিকেটে ৩০০তম ম্যাচে নামতে চলেছেন সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

৬) জস বাটলার – আইপিএলে ১৫০ ছক্কার রেকর্ড স্পর্শ করতে হলে রাজস্থানের তারকা ওপেনার জস বাটলারকে ৬টি ছয় মারতে হবে।

৭) রবিচন্দ্রন অশ্বিন – আইপিএলে আর ৫টি উইকেট নিতে পারলে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা ও অমিত মিশ্রকে (১৭০টি করে উইকেট) ছাপিয়ে যাবেন অশ্বিন। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেট নেওয়া থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন রবিচন্দ্রন।

৮) মইন আলি – আইপিএলে ১০০০ রান পূর্ণ করতে হলে মইন আলিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করতে হবে আর ১৬ রান।

৯) যশস্বী জসওয়াল – টি-২০ ক্রিকেটে রাজস্থান রয়্যালসের যশস্বী জসওয়াল ৫০টি ছয় থেকে ৬টি ছয় দূরে রয়েছেন।

Leave a Reply