RR vs CSK, IPL 2023: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে এমন এক ঘটনা ঘটল যা প্রত্যাশা করেননি ক্রিকেট সমর্থকরা। এমন ঘটনা খুব কমই দেখা যায়।
Image Credit source: Twitter
জয়পুর: সোয়াই মান সিং স্টেডিয়ামে চলছে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। আইপিএলের (IPL 2023) ৩৭তম ম্যাচে ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে চেন্নাইকে বড় লক্ষ্য দেওয়ার নিয়েছিল রাজস্থান। ঘরের মাঠে সেই পরিকল্পনা সফল হয়েছে। চেন্নাইকে ২০৩ রানের বড় লক্ষ্য দিয়েছে সঞ্জু স্যামসনের দল (RR vs CSK)। ৭৭ রানের ইনিংস খেলেছেন ওপেনার যশস্বী জসওয়াল। শেষের দিকে ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিকল জুটি রাজস্থানকে পৌঁছে দেয় দুশো রানে। তবে এদিনের ম্যাচে এমন কিছু দেখা গিয়েছে চট করে যার প্রত্যাশা রাখেন না ক্রিকেটপ্রেমীরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধোনি রিভিউ নিয়েছেন অথচ ক্রিকেটার আউট হননি এমনটা খুব কমই ঘটে। রিভিউয়ের ব্যাপারে সাধারণত ভুল হন না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দীর্ঘসময় পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দেখা গেল, ধোনি রিভিউ নিলেন অথচ বিপক্ষের ব্যাটার আউট হলেন না। রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম বল থেকেই চালিয়ে খেলছিলেন। যশস্বীর ব্যাটে চার-ছয়ের ফুলঝুরির মাঝে ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় বলে মহেশ থিকসানার বল সুইপ করার চেষ্টা করেছিলেন যশস্বী। ব্যাটের নাগাল থেকে বেরিয়ে বল গিয়ে তাঁর প্যাডে গিয়ে লাগে। সিএসকের তরফে জোরালো আবেদন করা হয়। যদিও আম্পায়ার আউট দেননি। সেকেন্ডের মধ্যে রিভিউ নেন ধোনি। চেন্নাই সমর্থকরা ভেবেই নিয়েছিলেন যশস্বী প্যাভিলিয়নে ফিরছেন। কিন্তু সকলকে অবাক করে রিভিউতে দেখা যায় বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ হয়েছে। নট আউট থেকে যান রাজস্থান ওপেনার। শেষমেশ ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৭৭ রানের ইনিংস খেলে ফেরেন যশস্বী জয়সওয়াল।
Dhoni Review System is so overrated#CSKvRR #RRvCSK pic.twitter.com/MRzvZpSyHX
— Mad mAAx ???? (@madmAAx55) April 27, 2023
ডিআরএস সিস্টেমের নাম বদলে ‘ধোনি রিভিউ সিস্টেম’ রাখার অনুরোধ করেন সমর্থকরা। রিভিউ নেওয়ার ক্ষেত্রে ধোনির দক্ষতা এমন অনুরোধের কারণ। ধোনিরও যে ভুল হতে পারে তা বুঝে গেলেন সমর্থকরা।