জর্জিনা নাকি বিয়ে করার জন্য ‘ঘ্যানঘ্যান’ করছেন। বিরক্ত রোনাল্ডো বিয়ের কথা ভাবছেনই না উল্টে ব্রেক আপের পথে হাঁটতে চলেছেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পর্তুগালের একটি সংবাদমাধ্যম।
Image Credit source: Twitter
কলকাতা: ৩৭ বছরের সিআর৭ (Cristiano Ronaldo) এখনও বিয়ে করেননি। বিয়ে না করেই ৫ সন্তানের বাবা তিনি। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় অজানা। সারোগেসির মাধ্যমে আরও দুই সন্তান রয়েছে রোনাল্ডোর। বান্ধবী জর্জিনার সঙ্গে দুটি সন্তান রয়েছে। বলতে গেলে ভরা সংসার। অতীতে একাধিক ব্রেক আপের মধ্য দিয়ে গেলেও রোনাল্ডো অবশেষে জর্জিনা রড্রিগেজে (Georgina Rodriguez) থিতু হয়েছেন। সাতবছর ধরে জর্জিনার সঙ্গে সম্পর্ক চলায় এমনটাই ভেবে নিয়েছিলেন রোনাল্ডো অনুরাগীরা। কিন্তু সে গুড়ে বালি। রোনাল্ডো নাকি জর্জিনাকে বিয়ে করতেই চান না। পর্তুগিজ মডেল জর্জিনাকে নিয়ে ভীষণ বিরক্ত রোনাল্ডো। দু’জনের সম্পর্ক নাকি একেবারে তলানিতে। কোনওক্রমে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে বলেই রাখা। ক্রিশ্চিয়ানো নাকি খুব শীঘ্রই জর্জিনার সঙ্গে ব্রেক আপের পথে হাঁটবেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। ক্লাব ফুটবলেও খুব একটা স্বস্তিতে নেই রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে পাড়ি দিয়েছেন। রোনাল্ডো গমনের চারটে মাসের মধ্যেই হুলস্থুল বেঁধে গিয়েছে। কোচ রুডি গার্সিয়াকে বিদায় দিয়েছে আল নাসের। সৌদি প্রো লিগে নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ট্রফির দেখা নেই। তার উপর একাধিক কারণের জন্য বিতর্কে জড়িয়েছেন। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও যেন সবকিছু ঠিকঠাক এগোচ্ছে না। জর্জিনার সঙ্গে রোনাল্ডো একেবারেই সুখী নন। সৌদি আরব যাওয়ার পরই সম্পর্কের অবনতি ঘটেছে। গত বছর জর্জিনার প্রসবের সময়ই রোনাল্ডোর যমজ সন্তানের একজন মারা যায়। সেই দুঃসহ সময় কাটিয়ে উঠেছিলেন রোনাল্ডো-জর্জিনা। সৌদি যাওয়ার পর থেকে জর্জিনার স্বভাবে পরিবর্তন ঘটেছে। তাতেই নাকি বিরক্ত রোনাল্ডো।
চাঞ্চল্যকর এই দাবি করেছেন পর্তুগালের সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্টো। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, “রোনাল্ডো একেবারেই সুখী নন। জর্জিনা সারাদিন ধরে রিয়াধে শপিংয়ে ব্যস্ত। এসব নিয়ে রোনাল্ডো ভীষণ বিরক্ত। জর্জিনার খরচের কোনও শেষ নেই। সবথেকে খারাপ বিষয় হল, ক্রিশ্চিয়ানোর পর্যায়ে নিজেকে মনে করছে জর্জিনা। ক্রিশ্চিয়ানোর এসব পছন্দ নয়। জর্জিনার সঙ্গে ব্রেক আপ করার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।”