Rajasthan Royals vs Chennai Super Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE Cricket Score & Updates
-
27 Apr 2023 06:37 PM (IST)
মেজাজ হারিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’
সোয়াই মানসিং স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। শেষ ওভারের থ্রিলারের ওই ম্যাচে মেজাজ হারাতে (হয়তো প্রথম বার) দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। নো বল নিয়ে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি।
-
27 Apr 2023 06:32 PM (IST)
শেষ সাক্ষাতের ফলাফল
শেষবার দুটি দল মুখোমুখি হয়েছিল চিপক স্টেডিয়ামে। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে শেষ ওভারের থ্রিলারে ধোনিদের তাঁদেরই ঘরের মাঠে হারিয়েছিল রাজস্থান।
জয়পুর: গত দু-ম্যাচ হেরে প্রবল চাপে রাজস্থান রয়্যালস। আজ তাদের সামনে জয়ের হ্য়াটট্রিক করে আসা চেন্নাই সুপার কিংস। হোম ম্য়াচে সিএসকের বিরুদ্ধে নানা কারণেই ব্যাকফুটে রাজস্থান। চেন্নাই সুপার কিংস গত তিন ম্য়াচেই জিতেছে। বোলিং হোক বা ব্যাটিং, দুই বিভাগেই অনবদ্য ছন্দে সিএসকে। ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে এবং বিশেষ করে বলতে হয় অজিঙ্ক রাহানের কথা। দুর্দান্ত চেন্নাইয়ের বিরুদ্ধে আজ হারের হ্য়াটট্রিক এড়াতে মরিয়া সঞ্জু স্যামসনরা। গত ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে আরও একটা চিন্তার বিষয় রয়েছে। সোয়াই মান সিং স্টেডিয়ামের পিচ মন্থর। স্পিনারদের জন্য সহায়তা রয়েছে। চেন্নাই সুপার কিংসের স্পিন বোলিং আক্রমণ অনবদ্য। রবীন্দ্র জাডেজা, মইন আলি, মহেশ থিকসানা জয়পুরের পিচে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
Published On – Apr 27,2023 6:30 PM