ইডেনে রশিদের পাঠশালা! আফগান স্পিনারকে দেখেই ছুটে গেল কেকেআরের নেট বোলাররা


শুক্রবার বিকেলে ইডেন গার্ডেন্সে ছিল গুজরাট টাইটান্সের অনুশীলন। সকলের নজর হার্দিক পান্ডিয়া, রশিদ খানদের উপর।

Image Credit source: নিজস্ব চিত্র

কলকাতা: আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর এই দৃশ্য খুব কমন। ম্যাচের পর ‘ধোনির পাঠশালা’ দেখে অভ্যস্ত দর্শকরা। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘিরে দাঁড়িয়ে পড়েন বিপক্ষের তরুণ ক্রিকেটাররা। কখনও সখনও পাঠশালায় যোগ দেন অভিজ্ঞরাও (IPL 2023)। দেশের ক্রিকেট ভবিষ্যৎদের কাছে নিজের ক্রিকেট জ্ঞান উজাড় করে দেন মাহি। তবে উপরের ছবিটিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি ধোনি নন। বরং একে বলা যেতে পারে রশিদের (Rashid Khan) পাঠশালা। শনিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দন কাননে ফের আইপিএল ম্যাচ। ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (KKR vs GT)। দলের সঙ্গেই এসেছেন আফগান স্পিনার রশিদ খান। ম্যাচের আগের দিন বিকেলে ইডেনে তিনিই মধ্যমণি। তাঁকে গোল করে ঘিরে দাঁড়িয়ে পড়ল কলকাতা নাইট রাইডার্সের নেট বোলাররা। সেখানেই চলল রশিদ খানের পাঠশালা। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার বিকেলে ইডেন গার্ডেন্সে ছিল গুজরাট টাইটান্সের অনুশীলন। সকলের নজর হার্দিক পান্ডিয়া, রশিদ খানদের উপর। অনুশীলনের ফাঁকে রশিদ খানকে দেখে ছুটে আসে বিপক্ষের নেট বোলাররা। আফগান স্পিনার চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে হ্যাটট্রিক করেছিলেন আফগান লেগ স্পিনার। চলতি আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় একদম উপরের দিকেই রয়েছেন রশিদ। অভিজ্ঞ আফগান বোলারদের কাছ থেকে যতটা টিপস নেওয়ার জন্য গিয়েছিলেন নাইটদের নেট বোলাররা। তাঁদের হতাশ করলেন না গুজরাট টাইটান্স তারকা। খুশি মনে তরুণদের টিপস দিলেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে নেট বোলাররাও যতটা পারলেন নিজেদের সমৃদ্ধ করলেন।

এদিন ইডেন যেন হয়ে উঠেছিল আফগান ক্রিকেটারদের পুনর্মিলনী। গুজরাট টাইটান্স টিমে রশিদ খান ছাড়াও রয়েছেন ১৮ বছরের লেগ স্পিনার নুর আহমেদ। বোলিংয়ে মুগ্ধ করেছেন তিনি। অনুশীলনের ফাঁকে গুজরাটের দুই আফগান সদস্যের সঙ্গে দেখা করলেন কেকেআরের রহমানুল্লা গুরবাজ। ভিন দেশে চেনা মানুষের দেখা পেলে মন যেমন উৎফুল্ল হয় তেমনটাই দেখা গেল রশিদ-গুরবাজদের চোখমুখে। স্বদেশী ক্রিকেটারের দেখা পেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিলেন গুরবাজ ও রশিদ। গত মরসুমে গুজরাটের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন দু’জনে। এ বারের পথ আলাদা। রাত পোহালেই সম্মুখসমরে দাঁড়িয়ে পড়বেন। শুক্রবারের বিকেলের ছবি দেখে তা বোঝা দায়।

Leave a Reply