Women’s Champions League: গ্য়ালারিতে ৭২ হাজার সমর্থক বার্সেলোনাকে বাড়তি তাগিদ জুগিয়েছিল এ বিষয়ে সন্দেহ নেই। তেমনই চেলসিকে চাপে ফেলেছিল বিপুল সংখ্যক দর্শকই। বার্সেলোনার ফুটবলার আইতানা বোনামেত্তি বলেন, ‘মরসুমের শুরু থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছনো। এই অবধি আমরা পৌঁছলাম। পরবর্তী লক্ষ্য নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়া।’
Image Credit source: twitter
বার্সেলোনা : টানা তিন বার! মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা। গত বার রানার্স হলেও তার আগের বার চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা মহিলা ফুটবল টিম। বার্সেলোনা পুরুষদের ফুটবল টিম শেষ বার ফাইনালে উঠেছিল ২০১৪-১৫ মরসুমে। ট্রফিও জিতেছিল তারা। এর পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি খরা চলছে। তবে মহিলাদের টিম দুর্দান্ত পারফরম্য়ান্স করেই চলেছে। এ বার অনবদ্য পারফরম্য়ান্স এবং ফাইনালের হ্য়াটট্রিক করল বার্সেলোনা মহিলা ফুটবল টিম। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ন্যু ক্য়াম্পে ৭২ হাজার সমর্থকের সামনে চেলসির বিরুদ্ধে ১-১ ড্র করে বার্সেলোনা। যদিও প্রথম লেগের ম্য়াচে এই চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে ১-০ ব্য়বধানে হারিয়েছিল বার্সেলোনা। ফলে ২-১ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করল তারা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মেয়েদের চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার সামনে আর্সেনাল কিংবা উল্ফসবার্গকে দেখা যাবে। উল্ফসবার্গের ঘরের মাঠে ২-২ ড্র করেছে আর্সেনাল। দ্বিতীয় লেগেই দ্বিতীয় ফাইনালিস্টের ফয়সালা হবে। বার্সেলোনা গত মরসুমের ফাইনালে লিয়ঁর কাছে হেরে রানার্স হয়েছিল। তার আগের মরসুমে চেলসিকে হারিয়ে প্রথম বার চ্য়াম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা মহিলা ফুটবল দল। এ বার ৩ জুন নেদারল্য়ান্ডসের এন্দোভানে ফাইনাল।
???????????????????????????????????????????????????? pic.twitter.com/WH73A0AsXb
— FC Barcelona Femení (@FCBfemeni) April 27, 2023
চেলসির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে গ্রাহাম হানসেনের এক মাত্র গোলে জিতেছিল বার্সেলোনা। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্য়াচেও তাঁর গোলেই এগিয়ে যায় বার্সেলানো। ৬৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গ্রাহাম হানসেন। ৬৭ মিনিটে সমতা ফেরায় চেলসি। যদিও ২-১ এগ্রিগেটে শেষ অবধি ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। গ্য়ালারিতে ৭২ হাজার সমর্থক বার্সেলোনাকে বাড়তি তাগিদ জুগিয়েছিল এ বিষয়ে সন্দেহ নেই। তেমনই চেলসিকে চাপে ফেলেছিল বিপুল সংখ্যক দর্শকই। বার্সেলোনার ফুটবলার আইতানা বোনামেত্তি বলেন, ‘মরসুমের শুরু থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছনো। এই অবধি আমরা পৌঁছলাম। পরবর্তী লক্ষ্য নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়া।’