Virat Kohli, IPL 2023: বিরাটকে বিশ্বের অন্যতম সেরা স্টাইলিশ ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রাখা যায়। অনেক তরুণ তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ফলো করার চেষ্টা করে থাকে। ২২ গজের বাইরেও তাই কিং কোহলি সুপারহিট। বর্তমানে আরসিবির হয়ে আইপিএলে ব্যস্ত কোহলি। চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
হাই হিল, বেল বটম প্যান্টে নিজেকে ফ্যাশনিস্তা ভাবতেন; এখন লজ্জা পান বিরাট
বেঙ্গালুরু : বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ২২ গজ হোক বা মাঠের বাইরে ভারতের প্রাক্তন অধিনায়ক সব সময়ই থাকেন আলোচনায়। কখনও তাঁর চোখ ধাঁধানো ইনিংস নিয়ে আলোচনা হয়, আবার কখনও তাঁর ফ্যাশন (Fashion) সেন্স নিয়েও জোরদার আলোচনা চলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরাট ফ্যান ফলোয়ার্সও রয়েছে। কোহলির স্টাইল স্টেটমেন্ট বরাবরই পিছনে ফেলে দেয় তাবড় তাবড় ফ্যাশনিস্তাকে। বিরাটের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে। সেই তিনিই অতীতে ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। শুধু তাই নয়, একসময় বিরাট মনে করতেন তাঁর থেকে বেশি স্টাইলিস্ট আর কেউ নেই। সম্প্রতি নেটদুনিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিরাট জানিয়েছন কৈশোরে তাঁর ফ্যাশন সেন্স কেমন ছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এখনের বিরাট সেই টিনএজার কোহলির পুরনো ফ্যাশন সেন্সের ছবি দেখে একাধিক সময় বিব্রত বোধ করেন। তিনি নিজেই একথা জানিয়েছেন। এখন বিরাটকে অনায়াসেই ফ্যাশনিস্তা বলা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট তাঁর অতীতের ফ্যাশন সেন্স নিয়ে ধারাভাষ্যকার যতীন সাপ্রুর সঙ্গে আলোচনা করছেন।
নিজের টিনএজের ফ্যাশন সেন্স নিয়ে বিরাট বলেন, ‘ফ্যাশন সেন্স বলতে একটা শৌখিনতা ভাব বোঝায়। আর ওই সময় (বিরাটের কৈশোরে) আমার কাছে কর্ডুরয় প্যান্ট ছিল। ওই ওটাকে কী যেন বলে? ওই বেল বটম। ওটা পরতাম। সঙ্গে মোটা হাই হিল দেওয়া লেদার বুট। সঙ্গে পরতাম এমব্রয়ডারি প্রিন্টেট শার্ট। আর এই সব পরে আমি ভাবতাম, ‘বাহ, আমাকে কী দারুণ লাগছে। মনে হত আমার থেকে বেশি স্টাইলিস্ট আর কেউ নেই। কিন্তু এখন যখন ওই ছবিগুলো দেখি ভীষণ বিব্রত বোধ করি।’
বিরাটকে বিশ্বের অন্যতম সেরা স্টাইলিশ ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রাখা যায়। অনেক তরুণ তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ফলো করার চেষ্টা করে থাকে। ২২ গজের বাইরেও তাই কিং কোহলি সুপারহিট। বিরাট কোহলির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ২৪৭ মিলিয়ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর তৃতীয় অ্যাথলিট হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার্স রয়েছে বিরাট কোহলির। বর্তমানে আরসিবির হয়ে আইপিএলে ব্যস্ত বিরাট কোহলি। চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৮ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৩৩৩ রান। সর্বাধিক ৮২*।