Brij Bhushan Sharan Singh: বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করবে দিল্লি পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টকে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
প্রতীকী ছবি
নয়া দিল্লি: বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করবে দিল্লি পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টকে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিতে গত কয়েকদিন ধরে নয়া দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে মহিলা কুস্তিগিরদের দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চকে দিল্লি পুলিশের এই অবস্থান জানিয়ে সলিসিটর জেনারেল যুক্তি দেন, শুনানির জন্য আবেদনে আর কোনও বিষয় নেই। কিন্তু, আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল মহিলাদের সুরক্ষার জন্য আদালতের বিশেষ নির্দেশনা দাবি করেন।
কপিল সিবাল বলেন, “আমরা দুটি কারণে চিন্তিত। প্রথমত, নিরাপত্তা। দ্বিতীয়ত, তাঁর (ব্রিজভূষণ) বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে।” একইসঙ্গে এদিন আদালতে একটি মুখবন্ধ খাম দেওয়া হল আবেদনকারীদের পক্ষ থেকে। ওই খামে যৌন নিপীড়নের শিকার হওয়া এক নাবালিকাকে দেওয়া হুমকি চিঠি রয়েছে বলে জানান কপিল সিবাল। সলিসিটর জেনারেল এই অতিরিক্ত নির্দেশিকা পাশের বিরোধিতা করলেও, আদালত আবেদনকারীদের দাবি মেনে নেয়। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের উদ্দেশে বলেন, “আপনার এই দাবিকে সমর্থন করা উচিত, তাঁরা মহিলা।” প্রধান বিচারপতি আরও জানান, আদালত এফআইআর বিষয়ে সলিসিটর জেনারেলের বিবৃতি রেকর্ড করবে। সেই সঙ্গে যে নাবালিকাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সেই সঙ্গে তাঁর হুমকির বিষয়টিও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, এদিনই মামলাটির নিষ্পত্তি না করে এক সপ্তাহ পর ফের এই মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। পরের শুক্রবার (২৮ এপ্রিল), এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, তদন্তে নজরদারি করাটা তাদের লক্ষ্য নয়। তবে, সলিসিটর জেনারেলকে আদালতে এসে জানাতে হবে ‘কাজ হয়ে গিয়েছে’। একই সঙ্গে আদালত জানিয়েছে, ওই নাবালিকাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ, অন্যান্য অভিযোগকারীদের হুমকির তদন্তের পথে বাধা হওয়া উচিত নয়। সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, “নিরাপত্তা দেওয়া হোক, আপনি নিরাপত্তার বিষয়ে আদালতকে অবহিত করুন। পরের শুক্রবার দেখা যাক দেখা যাক কী হয়।”