Kolkata Knight Riders vs Gujarat Titans : কিপার ব্য়াটার লিটন দাস এলেও সুযোগ পান মাত্র এক ম্য়াচে। আইপিএল এবং কেকেআরে অভিষেক সুখকর হয়নি লিটনের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে অভিষেকে ৪ রান। সবচেয়ে অস্বস্তিকর ছিল উইকেট কিপিংয়ে।
Image Credit source: OWN Photograph
দীপঙ্কর ঘোষাল : কলকাতা নাইট রাইডার্সে মরসুমের শুরুতে যোগ দিতে পারেননি বাংলাদেশের দুই ক্রিকেটার। সাকিব আল হাসান এবং লিটন দাসকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বাংলাদেশ বোর্ড থেকে এনওসি পেতে দেরি হয়। প্রথম দু-ম্য়াচে পাওয়া যায়নি কিপার ব্যাটার লিটনকে। সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে আইপিএল থেকেই নাম তুলে নেন। যদিও মনে করা হচ্ছে, বাংলাদেশ বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জেরেই সাকিব আর আসেননি। কিপার ব্য়াটার লিটন দাস এলেও সুযোগ পান মাত্র এক ম্য়াচে। আইপিএল এবং কেকেআরে অভিষেক সুখকর হয়নি লিটনের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে অভিষেকে ৪ রান। সবচেয়ে অস্বস্তিকর ছিল উইকেট কিপিংয়ে। লো-স্কোরিং ম্য়াচে বোলিং আক্রমণের সৌজন্য়ে একটা সময় জয়ের স্বপ্নও দেখতে শুরু করে কেকেআর। কিন্তু লিটনের জোড়া স্টাম্পিং মিস সেই স্বপ্নে জল ঢালে। এ বার দেশে ফিরে গেলেন বাংলাদেশের উইকেট কিপার-ব্য়াটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…