Mumbai Indians, IPL : মুম্বই ইন্ডিয়ান্সের টিমের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রোহিত শর্মা। দীর্ঘদিন ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
Image Credit source: Twitter
মুম্বই: পুরোদমে চলছে ২০২৩ আইপিএল (IPL 2023)। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্লে অফের জায়গা করে নেওয়ার জন্য একে অপরকে টেক্কা দেওয়ার পরিকল্পনায় রত দলগুলি। আইপিএলের মধ্যপর্বে শনিবার হঠাৎই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা গেল পাঁচটি ট্রফি নিয়ে ফটোশুটে বসে পড়েছেন। আইপিএলের সবচেয়ে সফল টিম মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটি ট্রফি রয়েছে মুম্বইয়ের ক্যাবিনেটে। সবকটিই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। তবে গতবছর থেকে কোটিপতি লিগে সময়টা ভালো কাটছে না মুম্বইয়ের (Mumbai Indians)। এ বারও রোহিতদের পারফরম্যান্স তেমন আহামরি নয়। লিগ টেবলের অষ্টম স্থানে রয়েছেন রোহিতরা। এ বারও কি খালি হাতে ফিরতে হবে? পাঁচ বারের চ্যাম্পিয়নদের নিয়ে মুম্বই সমর্থকদের উদ্বেগের মাঝে ঠিক লিওনেল মেসির কায়দায় পাঁচটি ট্রফির সঙ্গে ফটোশুট করে রোহিত কী মনে করিয়ে দিলেন আইপিএলে তাঁর সাফল্যের কথা। বিস্তারিত রইল TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
একদিন পরই ৩৬ বছরে পা দেবেন রোহিত গুরুনাথ শর্মা। ৩০ এপ্রিল তাঁর জন্মদিন। মুম্বই ইন্ডিয়ান্স ও জাতীয় দলের ক্যাপ্টেন জন্মদিনটা পালন করবেন তাঁর আইপিএল টিমের সঙ্গে। আবার সেদিনই রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। ২৯ এপ্রিল দিনটিও রোহিতের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ২০১৩ সালে এই দিনেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ঝকঝকে তরুণ রোহিত শর্মার হাতে। তারপর পাঁচটি মরসুমে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে এক দশক পূর্ণ করে ফেললেন তিনি। আইপিএল ক্যাপ্টেন্সির ১০ বছরের পূর্তি উপলক্ষে অতীত সাফল্যগুলিকে দেখে নিলেন রোহিত। পাঁচ ট্রফি নিয়ে রোহিতের ফটোশুটের ছবি টুইট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপশনে লেখা, “ক্যাপ্টেন রোহিতের যুগের ১০ বছর। মিরাকলে বিশ্বাস করার ১০ বছর।”
#Hitman10 | ???? years of Ro’s Skipper era, ???? years of believing in miracles ????????
Paltan, #MIvRR will be dedicated to this decade of @ImRo45’s captaincy. See you at Wankhede on April 30 ????#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/djI258prid
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্যাপ্টেন ছিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের অবসরের পর ২০১৩ সালে রিকি পন্টিংয়ের উপর ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। যদিও পন্টিং ওই মরসুমে ছন্দে ছিলেন না। ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রোহিত। ২০১৩ সালে রিকি পন্টিংয়ের পরিবর্তে তাঁর হাতে নেতৃত্ব সঁপে দেওয়া হয়। তারপর ইতিহাস গড়েছে মুম্বই। রোহিতের নেতৃত্বে আইপিএলের প্রথম দল হিসেবে ১০০টি ম্যাচ জয়ের নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।