CSK vs PBKS Live Score, IPL 2023: চেন্নাইয়ের ডেরায় আজ পঞ্জাবের সিংহরা, কিংস ব্যাটল জিতবে কে?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 30, 2023 | 2:31 PM

Chennai Super Kings vs Punjab Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

CSK vs PBKS Live Score, IPL 2023: চেন্নাইয়ের ডেরায় আজ পঞ্জাবের সিংহরা, কিংস ব্যাটল জিতবে কে?

গ্রাফিক্স: টিভি৯ বাংলা

LIVE Cricket Score & Updates

  • 30 Apr 2023 02:31 PM (IST)

    তৈরি সিএসকে ফ্যানরা

    ঘরের মাঠে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে তৈরি সিএসকে ফ্যানরা।

চেন্নাই: চলতি মরসুমে এই প্রথম। মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস (CSK vs PBKS)। চেন্নাইয়ে ধোনির সিংহদের ডেরায় পঞ্জাবের সিংহরা। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ধোনিরা। সেই হারে পয়েন্ট টেবলে শীর্ষস্থান খোয়াতে হয়েছিল। হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়াতে চায় চেন্নাই (IPL 2023)। শেষ ম্যাচে বড়সড় হারের মুখ দেখেছে পঞ্জাবও। মোহালিতে লখনউ সুপার জায়ান্টসের বিশাল লক্ষ্য তাড়া করতে পারেননি শিখর ধাওয়ানরা। বড় ব্যবধানে হারতে হয়েছে। তাদের কাছেও জয়ের সরণীতে ফেরার তাগিদ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখন থেকে সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এদিকে সিএসকের কাছে ফের সুযোগ খোয়ানো শীর্ষস্থান ফিরে পাওয়ার।

Published On – Apr 30,2023 2:30 PM



Leave a Reply