অরেঞ্জ ক্যাপ হাতছাড়া, ডুপ্লেসি কি আজ ফেরাতে পারবেন?


IPL 2023 : অরেঞ্জ ক্যাপের তালিকায় সপ্তম স্থানে ছিলেন রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সোয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। সাত থেকে এক লাফে শীর্ষে। ৯ ম্যাচে তাঁর মোট রান ৪২৮। তিনটি অর্ধশতরান সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে যোগ হল শতরান। আইপিএলে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। ৯ ম্যাচে ৫৬টি বাউন্ডারি এবং ১৮টি ওভার বাউন্ডারি মেরেছেন যশস্বী।

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। কার্যত প্রতি ম্যাচই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছচ্ছে। হাতে গোনা কিছু এক পেশে ম্যাচ দেখা গিয়েছে। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচ ছিল আইপিএলে ইতিহাস। টুর্নামেন্টের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। কিন্তু বিধ্বংসী ফর্মে থাকা ফাফ ডুপ্লেসিকে অরেঞ্জ ক্যাপের তালিকায় ছাপিয়ে যেতে পারছিলেন না কেউই। অবশেষে তাঁকে সরালেন এক তরুণ ব্যাটার। এক লাফে অরেঞ্জ ক্যাপ দখলে নিলেন রাজস্থান রয়্যালস ওপেনার। আজ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে আরসিবি। ফাফ ডুপ্লেসি কি অরেঞ্জ ক্যাপ নিজের দখলে ফেরাতে পারবেন? অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ মরসুমে এখনও অবধি আট ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির ব্যাটিং যেন এরপরই শেষ। এই ত্রয়ী ফিরলেই দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছেন বাকিরা। ৪ ম্যাচে হারের মধ্যে ক্লোজ ম্যাচও রয়েছে।

আট ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৪২২ রান! গত ম্যাচে বড় রান পাননি কেকেআরের বিরুদ্ধে। না হলে অনেকটা এগিয়ে থাকতেন। বিধ্বংসী ফর্মে রয়েছেন ফাফ। আট ম্যাচের মধ্যে পাঁচটি অর্ধশতরান। ৩৪টি বাউন্ডারি এবং ২৭টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। আপাতত দ্বিতীয় স্থানে নামলেন।

অরেঞ্জ ক্যাপের তালিকায় সপ্তম স্থানে ছিলেন রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সোয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। সাত থেকে এক লাফে শীর্ষে। ৯ ম্যাচে তাঁর মোট রান ৪২৮। তিনটি অর্ধশতরান সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে যোগ হল শতরান। আইপিএলে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। ৯ ম্যাচে ৫৬টি বাউন্ডারি এবং ১৮টি ওভার বাউন্ডারি মেরেছেন যশস্বী।

অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে নামলেও যশস্বীর গ্যাপ মাত্র ৬ রানের। আজই হয়তো ফের অরেঞ্জ ক্যাপ নিজের তখলে নিয়ে নিতে পারেন ডুপ্লেসি।

তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন ডেভন কনওয়ে। রবিবার ৯২ রানের ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের এই ওপেনার। টানা পাঁচটি হাফসেঞ্চুরি। এর মধ্যে ৯২, ৮৩ এবং ৭৭ রানের ইনিংসও রয়েছে।

তালিকায় প্রথম পাঁচে বাকি দুজন হলেন ঋতুরাজ গায়কোয়াড় (চতুর্থ) ও বিরাট কোহলি (পঞ্চম)। ৮ ম্যাচে বিরাট কোহলির মোট রান ৩৩৩। আজকের ম্যাচে বড় একটা ইনিংস খেলতে পারলে তালিকায় উন্নতি হবে বিরাটের।

Leave a Reply