Anushka Sharma and Imari Du Plessis Birthday : আজ ১ মে। আরসিবির (RCB) দুই রানীর জন্মদিন। বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা এবং ফাফ ডু’প্লেসির (Faf Du Plessis) স্ত্রী ইমারি ডু’প্লেসির আজ জন্মদিন। ৩৫ এ পা দিলেন অনুষ্কা। অন্যদিকে ৩৮ এ পড়লেন ইমারি। আরসিবির ২ রানিকে কী বার্থ ডে গিফ্ট দিচ্ছেন বিরাট-ফাফ?
আরসিবির দুই ‘রানি’র জন্মদিন, কী গিফ্ট দেবেন বিরাট-ফাফ?
লখনউ : আরসিবির (RCB) অধিনায়ক বললেই ভেসে ওঠে বিরাট কোহলির (Virat Kohli) ছবি। তিনি যদিও গত আইপিএলে (IPL) দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মরসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু’প্লেসি (Faf Du Plessis)। এ বারের আইপিএলে অ্যাবডোমেনের চোটের কারণে আরসিবির হয়ে গত কয়েকটি ম্যাচে ডু’প্লেসির জায়গায় ক্যাপ্টেনের ভূমিকায় দেখা গিয়েছে বিরাট কোহলিকে। আজ লখনউয়ের ঘরের মাঠে আরসিবির ম্যাচ রয়েছে। ব্যাঙ্গালোরের কাছে এই ম্যাচ বদলার হতে চলেছে। প্রসঙ্গত, আজ আরসিবির ২ অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসির স্ত্রীদের জন্মদিন। একদিকে বিরাটের স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা পা দিলেন ৩৫ এ। অন্যদিকে ডু’প্লেসির স্ত্রী ইমারি ৩৮-এ পড়লেন। এই বিশেষ দিনে বিরাট ও ফাফ তাঁদের স্ত্রীদের বার্থ ডে গিফ্ট হিসেবে কী দিচ্ছেন? এক কথায় সেরা উত্তর হবে — অনুষ্কা-ইমারিকে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জয় উপহার দিতে পারেন বিরাট-ফাফ। আরসিবির সোশ্যাল মিডিয়াতেও তেমনই জানানো হয়েছে। দুই তারকার ফ্যানেরাও এমনটাই চান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অনুষ্কা শর্মা ও ইমারি ডু’প্লেসির জন্মদিনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবির পক্ষ থেকে এক বিশেষ শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার ছবি এবং ফাফ ডু’প্লেসির সঙ্গে ইমারির ছবি শেয়ার করে আরসিবি সেই পোস্টে লিখেছে, ‘আমাদের অধিনায়কদের শক্তির স্তম্ভ অনুষ্কা ও ইমারিকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনাদের জন্মদিনের উপহার হিসাবে আরসিবি জিতলে খারাপ হবে না, আমরা অন্তত তেমনটাই মনে করি।’
আরসিবির শেয়ার করা এই পোস্টে বিরাট-ফাফদের ভক্তরা অনুষ্কা-ইমারিকে উইশ করার পাশাপাশি দলের জয়ের কামনা করে কমেন্ট করেছেন। বিরাট ও ফাফ দু’জনই তাঁদের স্ত্রীদের এই বিশেষ দিনে স্পেশাল বার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কোহলি যেমন তাঁর সঙ্গে অনুষ্কার কাটানো একাধিক মুহূর্ত থেকে বেশ কিছু ছবি বেছে নিয়েছেন ভিকে। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লেখেন, ‘রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছু।’
আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসি তাঁর পক্ষ থেকে এবং তাঁদের সন্তানদের পক্ষ থেকে ইমারির জন্য করা বার্থ ডে উইশে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াইফি। তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাদের জন্য যা করো তার জন্য ধন্যবাদ। তোমাকে আমাদের জীবনে পেয়েছি বলে নিজেদের আমরা ভীষণ ভাগ্যবান বলে মনে করি।’