টপ থ্রি নির্ভরতা কাটাতে মরিয়া আরসিবি


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: May 01, 2023 | 6:30 PM

Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

LSG vs RCB Live Score, IPL 2023 : টপ থ্রি নির্ভরতা কাটাতে মরিয়া আরসিবি

Image Credit source: TV9 Bangla Graphics

লখনউ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলে রবিবার, দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল মাইলফলকের। আইপিএলের সহস্রতম ম্য়াচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও গত বারের রানার্স রাজস্থান রয়্যালস। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্য়াচ দেখা গিয়েছে। রবিবার রাতের সেই ম্যাচও ছিল একইরকম উত্তেজনার। ২১৩ রান তাড়া করে ৩ বল বাকি থাকতে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ৪৩ তম ম্যাচ। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। লখনউ সুপার জায়ান্টস রুদ্ধশ্বাস কিছু জয় ছিনিয়ে নিয়েছে। গত ম্যাচেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে তারা। অন্য দিকে, আরসিবি বেশ কিছু ম্য়াচে জয়ের কাছে পৌঁছেও খালি হাতেই মাঠ ছেড়েছে। আরসিবির মূল চিন্তা মিডল অর্ডার। টপ থ্রি আউট হলেই যেন তাদের ব্যাটিং শেষ। আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।

Leave a Reply