Athlete Bulti Roy: স্বামী ট্রেনে হকারি করেন, আর্থিক সমস্যায় আটকে ২ সন্তানের মা, তবু অলিম্পিকের স্বপ্নে বুঁদ তারকেশ্বরের বুল্টির?


২ সন্তানের মা তারকেশ্বরের বুল্টির চোখে একঝাঁক স্বপ্ন রয়েছে। দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার ইচ্ছে রয়েছে। কিন্তু সেই পথে এগোতে হলে তাঁর আর্থিক সাহায্যের প্রয়োজন। আগামী ১৯-২১ অগস্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানে বুল্টি অংশগ্রহণ করতে চলেছেন

স্বামী ট্রেনে হকারি করেন, আর্থিক সমস্যায় আটকে ২ সন্তানের মা, তবু অলিম্পিকের স্বপ্নে বুঁদ তারকেশ্বরের বুল্টির?

Image Credit source: নিজস্ব চিত্র

দরিদ্রতাকে জয় করে এ বার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের সন্ধানে পা বাড়ালেন তারকেশ্বরে অ্যাথলিট বুল্টি রায়। জাতীয় স্তরে ১৭টি সোনা জিতেছেন তারকেশ্বরের বুল্টি রায় (Bulti Roy)। এ বার তিনি আন্তর্জাতিক স্তরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। শ্রীলঙ্কার আন্তর্জাতিক দিয়াগামা স্টেডিয়াম থেকেই বুল্টি পেতে পারেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics) যাওয়ার ছাড়পত্র। চলতি বছরের অগস্টে শ্রীলঙ্কার সাউর্দান মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিয়াগামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (International Masters Athletics Championship)। সেখানে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছেন বুল্টি। কিন্তু সেখানে যাওয়ার খরচ বহন করার সামর্থ্য তাঁর নেই। তাই রাজ্য সরকার থেকে চেনা-পরিচিত সবার কাছে সাহায্যের চেয়ে আবেদন করেছেন। যাতে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

তারকেশ্বরের জয় কৃষ্ণবাজার এলাকায় ছোট্ট টালির ঘরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার। নুন আনতে পান্তা ফুরনোয়। দরিদ্রতার সঙ্গে লড়াই করেও বুল্টি অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখছেন। জাতীয় স্তরে একাধিক সোনার পদক জিতেছেন বুল্টি। তাতেও বদলায়নি ছবিটা। কোনওদিন পান্তা ভাত তো কোনওদিন আধপেটা খাবার খেয়েই আন্তর্জাতিক স্তরে খেলার সাফল্যের স্বপ্ন দেখছেন বুল্টি। এ বার আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেলেও বুল্টির সামনে বাধা শ্রীলঙ্কা যাওয়ার খরচ।

বুল্টি বলছেন, ‘শ্রীলঙ্কায় যেতে ৫০ হাজার টাকা লাগবে। এত টাকা কোথায় পাব?’ তাঁর প্রশ্নের কোনও উত্তর মিলছে না। স্বামী ট্রেনে হকারি করেন। সেই সামান্য আয় দিয়ে সংসারই চলে না ঠিক মতো। শ্রীলঙ্কা যাবেন কী করে? বুল্টি জানান, অতীতে তাঁকে অনেকেই সাহায্য করেছেন। তাঁরাই যদি আর একবার এগিয়ে আসেন, তা হলে হয়তো এতদিনের স্বপ্ন সত্যি হবে। শ্রীলঙ্কায় গিয়ে তিনি নিজেকে উজাড় করে দেবেন প্যারিস অলিম্পিকের টিকিট জোগার করার জন্য।

১৯-২১ অগাস্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ৪০০ মিটার হার্ডলস, ২০০ মিটার হার্ডলস এবং ৪০০ মিটারে নামবেন বুল্টি। এর আগে তারকেশ্বরের মেয়ে কখনও আন্তর্জাতিক ইভেন্টে নামেননি। চলতি বছরের ১৪-১৮ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সিনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছেন। বুল্টির কথায়, দিয়াগামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৪০০ মিটার হার্ডলস থেকে অলিম্পিকের টিকিট পেতে চান।

Leave a Reply