IPL: স্থানীয় ক্রিকেটারদের উপেক্ষা শুধু কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির মধ্যেই সীমাবদ্ধ নেই। ‘রোগ’ ছড়িয়ে পড়েছে আইপিএলের বাকি নয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যেও।
Image Credit source: Twitter
কলকাতা: আইপিএল দলে স্থানীয় ক্রিকেটারদের উপেক্ষা কোনও নতুন ঘটনা নয়। কলকাতা নাইট রাইডার্স (KKR) টিমে বহুদিন ধরে উপেক্ষিত বাঙালি ক্রিকেটাররা। একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহারা কেকেআরের হয়ে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বয়স যত বেড়েছে ততই বাঙালি শূন্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স (IPL 2023)। দীর্ঘদিন ধরে কেকেআরে ব্রাত্য ঋদ্ধিমান সাহা। গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। এন জগদীশন কী ঋদ্ধির চেয়েও বড় ক্রিকেটার? জবাব নেই কেকেআর কর্তৃপক্ষের কাছে। স্থানীয় ক্রিকেটারদের উপেক্ষা শুধু কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির মধ্যেই সীমাবদ্ধ নেই। ‘রোগ’ ছড়িয়ে পড়েছে আইপিএলের বাকি নয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যেও। আইপিএল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, এমন বহু উদাহরণ রয়েছে। অথচ ফ্র্যাঞ্চাইজিগুলির ক্রিকেটের থেকে বিনোদনকে বেশি প্রাধান্য দিতে গিয়ে সংশ্লিষ্ট রাজ্যের তরুণ ক্রিকেটাররা কেরিয়ার গড়ার মঞ্চ পাচ্ছেন না। আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলিতেও ভিন রাজ্যের ক্রিকেটারদের দাপট কমিয়ে স্থানীয় ক্রিকেটারদের জন্য সংরক্ষণের দাবি উঠেছে। স্থানীয় ক্রিকেটারদের স্বার্থে এই আওয়াজ তুলছেন রাজনীতিবিদরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
পঞ্জাব কিংস টিমে পঞ্জাবি ক্রিকেটারদের ছড়াছড়ি। রাজস্থান রয়্যালসও স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। সেখানে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েছে যাদের দলে নির্দিষ্ট রাজ্যের কোনও ক্রিকেটার নেই। দলের নামের সঙ্গে ‘কলকাতা’ নামটি যুক্ত, ‘করব লড়ব জিতব’ স্লোগান আছে। অথচ একজনও বাঙালি ক্রিকেটার নেই কলকাতা নাইট রাইডার্স দলে। নেই বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অবাঙালি ক্রিকেটাররাও। চেন্নাই সুপার কিংসের পরিস্থিতিও এক। তামিলনাড়ুর ক্রিকেটাররা অন্য রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। ধোনির টিমে তাঁদের ঠাঁই নেই। তামিলনাড়ুর বিধানসভায় সিএসকে দলটিকেই নিষিদ্ধ করার দাবি উঠেছিল। রাজ্যের ক্রিকেটারদের কেন উপেক্ষা করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি? সরব হয়েছেন তামিলনাড়ুর পিএমকে সাংসদ আনবুমানি রামাদোস। তিনি বলেন, “এমন আইন তৈরি হোক যাতে রাজ্যের ৮০ শতাংশ কাজ তামিলরা পায়। একই নিয়ম লাগু হোক আইপিএলের ক্ষেত্রেও। আমি ধোনিকে ভীষণ পছন্দ করি। কিন্তু সিএসকে টিমে তামিল ক্রিকেটারের অনুপস্থিতি ভীষণ দুঃখ দেয়।”
২০২৩ আইপিএলে ১২ জন তামিল ক্রিকেটার খেলছেন অথচ তাঁরা কেউই চেন্নাই সুপার কিংসের অংশ নন। সিএসকের পরিবর্তে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁদের নিলামে কিনেছেন। পিএমকে সাংসদ আরও বলেন, “আমিও সিএসকের সাপোর্টার। ধোনি খুব পছন্দের। আমরা সিএসকের হয়ে গলা ফাটাই। অথচ দলে কোনও তামিল ক্রিকেটার না থাকায় খারাপ লাগে। ২০ জন ক্রিকেটারের মধ্যে কম করে একজন তামিল ক্রিকেটার থাকা উচিত। চেন্নাইয়ের নাম থাকবে অথচ রাজ্যের কোনও ক্রিকেটার থাকবে না, এটা ঠিক নয়।”