বার্সা জল্পনার মাঝেই জন্মদিনে ছেলেবেলার ক্লাবে ফিরছেন মেসি


আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেলবেন মেসি। ২০২১ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সি। ২৪ জুন নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে শেষবার খেলবেন আর্জেন্টিনার প্রাক্তন উইঙ্গার। সেই ম্যাচেই খেলার জন্য মেসি আর সের্জিও অ্যাগুয়েরোকে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাক্সি রডরিগেজ। কোভিডের কারণে এতদিন তাঁর ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা যায়নি।

বার্সা জল্পনার মাঝেই জন্মদিনে ছেলেবেলার ক্লাবে ফিরছেন মেসি

Image Credit source: Twitter

বুয়েনস আইরেস: বার্সেলোনায় (Barcelona) কি ফিরছেন লিওনেল মেসি (Lionel Messi)? উত্তরের খোঁজে বিশ্ব ফুটবল। এ বছরই প্যারিস সাঁ জাঁর (PSG) সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হচ্ছে। এখনও মেসির চুক্তি নবীকরণ করায়নি ফ্রান্সের ক্লাব। আর তাতেই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বার্সেলোনা। বার্সা কোচ জাভিও চাইছেন এক সময়ের সতীর্থকে পুরনো ক্লাবে ফেরাতে। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে মেসির আর্থিক অঙ্কের চুক্তি। লা লিগার আর্থিক কাঠামো অনুযায়ী, মেসিকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে দলে নিলে, বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়তে হবে। আর এখানেই বিপাকে পড়ে গিয়েছে বার্সেলোনা। লা লিগার সঙ্গে এ নিয়ে কথাও চালাচ্ছে বার্সা। এখনও কাতালান ক্লাবকে সবুজ সংকেত দেয়নি স্পেনের লিগ পরিচালন কমিটি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি মেসিকে দলে নিতে ২১৮ মিলিয়ন পাউন্ড খরচ কমাতে হবে বার্সেলোনাকে। এ সবের মাঝেই নিজের ছেলেবেলার ক্লাবে ফিরছেন লিওনেল মেসি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। তাও আবার নিজের জন্মদিনে। এ বছর ৩৬ বছরে পা দেবেন লিওনেল মেসি। ২৪ জুন ছেলেবেলার ক্লাবের জার্সিতে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেলবেন মেসি। ২০২১ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সি। ২৪ জুন নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে শেষবার খেলবেন আর্জেন্টিনার প্রাক্তন উইঙ্গার। সেই ম্যাচেই খেলার জন্য মেসি আর সের্জিও অ্যাগুয়েরোকে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাক্সি রডরিগেজ। কোভিডের কারণে এতদিন তাঁর ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা যায়নি।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের উপর দুষ্কৃতী হামলার সময় এলএম টেনের পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে স্টেডিয়ামে ব্যানার ঝুলিয়েছিল নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাব। আর্জেন্টিনার লিগে লাল-কালো রঙের সেই ব্যানার চোখে পড়েছিল।

মেসি আর অ্যাগুয়েরো দীর্ঘদিনের বন্ধু। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফুটবল থেকে সরে দাঁড়ান অ্যাগুয়েরো। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বন্ধুকে নিজেদের ড্রেসিংরুমে ডেকে নেন মেসি। দলের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিলেন অ্যাগুয়েরো।

Leave a Reply