মাঠে যন্ত্রণায় কাতরাচ্ছেন স্বামী, চিন্তায় গ্যালারিতে ছটফট করছেন স্ত্রী


IPL 2023: বাউন্ডারি লাইনের কাছে বল চেস করতে গিয়ে চোট পান লখনউয়ের অধিনায়ক (KL Rahul)। প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন রাহুল। সঙ্গে ফিজিও এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অ্যান্ড্রু লিপাস মাঠে গিয়ে রাহুলের শুশ্রুষা চালান।

Image Credit source: Twitter

লখনউ: কয়েক মাস আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কেএল রাহুল আর আথিয়া শেট্টি (Athiya Shetty)। আইপিএলের আগেই সুনীল শেট্টির মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। আরসিবির বিরুদ্ধে ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় পায়ে গুরুতর চোট পান রাহুল। বাউন্ডারি লাইনের কাছে বল চেস করতে গিয়ে চোট পান লখনউয়ের অধিনায়ক (KL Rahul)। প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন রাহুল। সঙ্গে ফিজিও এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অ্যান্ড্রু লিপাস মাঠে গিয়ে রাহুলের শুশ্রুষা চালান। চিকিৎসা চালানোর পর রাহুলকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। লখনউ অধিনায়কের খেলা নিয়েও সংশয়ের মেঘ দানা বাঁধে (IPL 2023)। ব্য়থায় ঠিকঠাক ভাবে হাঁটতেও পারছিলেন না। গ্যালারিতে ছিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। স্বামীর চোটে আথিয়ার চোখেমুখেও চিন্তার গভীর ছাপ দেখা যায়। সুনীলকন্যার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটা ঠিক কী হয়েছিল? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মার্কাস স্টইনিসের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে শট মারেন আরসিবির ফাফ ডুপ্লেসি। সেই বলই চেস করতে বাউন্ডারি লাইনের কাছে পৌঁছে যান রাহুল। এরপর আচমকাই পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন। সাধারণত বেশিরভাগ সময়ই হাসিখুশি মুখে দেখা যায় আথিয়া শেট্টিকে। রাহুল চোট পেয়ে মাঠ ছাড়ার পর আথিয়ার মুখ থেকেও হাসি উধাও হয়ে যায়। তীব্র হতাশা ধরা পড়ে রাহুলের স্ত্রীর চোখেমুখে।

চোট নিয়েই ম্যাচের একেবারে শেষে ব্যাট করতে নেমেছিলেন কেএল রাহুল। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। কোনও রানই করেননি তিনি। রাহুলের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় দলের অন্দরে। সামনের মাসেই ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চোট পরীক্ষার পরই বোঝা যাবে রাহুলকে ফাইনালে পাওয়া যাবে কিনা। রাহুলের চোটের দিনে চোট পান লখনউয়ের বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাটও। তাঁকে নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। উনাদকাটও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে আছেন। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে দুই ক্রিকেটারকে ফাইনালের জন্য পাওয়া যাবে কিনা।

Leave a Reply