LSG vs RCB, IPL 2023 : কেন গ্রীষ্মকালীন সেরা বিনোদন হয়ে গিয়েছে আইপিএল, বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দেবে আরও বেশি করে। কাণ্ডকারখানার এ হেন আইপিএলের ম্যাচে এক বোলার বাইশ গজের মাঝে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় খাবেন? আর তা কিনা খোদ আম্পায়ারের হাতে? এমনও হয়? হয় বলেই না এত বিতর্কের মাঝেও আইপিএল এমন জনপ্রিয়।
Image Credit source: IPL Website
লখনউ: আইপিএল (IPL) মানে কাণ্ডের কারখানা! বলা যেতেই পারে, যত কাণ্ড আইপিএলে! কখন যে কী হবে, বলা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি বিতর্ক হতে পারে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে প্রায় হাতাহাতি হতে পারে। আবার সেই বিরাট কোহলির (Virat Kohli) জন্যই ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়তে পারেন ভক্ত। লুটিয়ে পড়তে পারেন ভিকের পায়ে। নিয়ম ভেঙেছেন ভক্ত, বুঝেও তাঁকে বুকে তুলে নিতে পারেন। এই না হলে আইপিএল। কেন যে বিউগল বাজতে শুরু করলে সারা দেশ নেচে ওঠে। কেন গ্রীষ্মকালীন সেরা বিনোদন হয়ে গিয়েছে আইপিএল, বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দেবে আরও বেশি করে। কাণ্ডকারখানার এ হেন আইপিএলের ম্যাচে এক বোলার বাইশ গজের মাঝে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় খাবেন? আর তা কিনা খোদ আম্পায়ারের হাতে? এমনও হয়? হয় বলেই না এত বিতর্কের মাঝেও আইপিএল এমন জনপ্রিয়। কে এই বোলার? কেনই বা তাঁকে থাপ্পড় মারলেন আম্পায়ার? বিস্তারিত TV9Bangla Sports-এ।
সোমবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে হয়ে গেল আইপিএলের সবচেয়ে উত্তেজক ম্যাচ। ডাগ আউটে গৌতম গম্ভীর। তাঁর প্রতিপক্ষ টিমে বিরাট কোহলি। আর কিছু দরকার পড়ে একটা ম্যাচকে উত্তেজক করার জন্য। রোমাঞ্চ ছিল পরতে পরতে। ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে হেরে বসল লোকেশ রাহুলের টিম। আরসিবি শুরুতে ব্যাটিং নিয়েছিল। সেই সময়ই ঘটল ঘটনাটা। বিরাট কোহলি ফর্মে রয়েছে এই আইপিএলে। রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন। বিরাটকে থামাতে না পারলে স্কোর বোর্ড যে ২০০-র পরও থামবে না, তা ভালোই জানত লখনউ। আর তাই বিরাটকে শুরুতেই তুলে নিতে মরিয়া ছিল রাহুলের টিম। হলও তাই। বিরাট ভয়ঙ্কর হতেই তাঁকে ফিরিয়ে দিলেন লেগস্পিনার রবি বিষ্ণোই। তাঁর বিরুদ্ধে বড় শট নিতে চেয়েছিলেন বিরাট। স্টেপ আউটও করেছিলেন। কিন্তু ফ্লাইট ধরতে পারেননি। বিরাটের উইকেট তুলে নেন রবি। আর তার পরই তিনি খেলেন সজোরে থাপ্পড়।
কী ঘটেছে? বিরাটকে আউট করার পর আম্পায়ারের কাছ থেকে নিজের টুপি ফেরত নিতে গিয়েছিলেন রবি। কিন্তু আম্পায়ারের মনোযোগ তখন ছিল অন্য দিকে। তিনি খেয়াল করেননি যে লখনউয়ের লেগস্পিনার এসে দাঁড়িয়েছেন। ঘুরতে গিয়ে সজোরে আম্পায়ারের হাত লাগে রবির গালে। এমন ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন লেগস্পিনার। ভিডিয়োতে দেখে মনে হচ্ছিল, আম্পায়ার হঠাৎই থাপ্পড় মেরে বসেছেন রবিকে। তবে সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পারেন আম্পায়ারের। তিনি দ্রুত নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন। ব্যাপারটা যে ভুল বোঝাবুঝির জন্য ঘটেছে, সন্দেহ নেই। কিন্তু আইপিএল তো, কখন যে কী ঘটে, কে জানে!
— Cricbaaz (@cricbaaz21) May 1, 2023