সামনে ফাইনাল, WTC-এর দ্বিতীয় সংস্করণে কোন বোলাররা মাতিয়েছেন


World Test Championship-Top wicket-takers : ইংল্য়ান্ডের বাজবল ক্রিকেট এখন সুপার হিট। টেস্ট চ্য়াম্পিয়নশিপের এই সাইকেলে শেষ দিকে অনবদ্য পারফরম্যান্স করেছে ইংল্যান্ড। অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ৫৮টি উইকেট নিয়েছেন। চোটের কারণে অনেক ম্যাচেই খেলতে পারেননি।

কলকাতা : বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত ও নিউজিল্যান্ড। বিশ্ব চ্য়াম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকেই টেস্ট ক্রিকেটের আকর্ষণ অনেকটাই বেড়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত প্রায় প্রতিটা ম্যাচেই রেজাল্ট হয়। অনেক আগ্রাসী পারফরম্যান্স দেখা যায়। ব্যাটিংয়েও চোখ ধাঁধানো পারফরম্যান্স থাকে। বোলিংয়েও অনবদ্য কিছু পারফরম্যান্স দেখা যায়। চোটের কারণে অনেকে বেশ কিছু ম্যাচ মিস করলেও বাকি ম্যাচের পারফরম্যান্সে অনেককে ছাপিয়ে যান। বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা দ্বিতীয় বার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। ২০২১-২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে কোন বোলাররা নজর কেড়েছেন? ফাইনালে ওঠা দু-দলের পাশাপাশি কারা রয়েছেন সেরা পারফরম্যান্সের তালিকায়। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। বোলিংয়েও শীর্ষে রয়েছেন অজি স্পিনার নাথান লিঁও। হোম এবং অ্যাওয়ে, দু-ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফাইনালের আগে অবধি উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে নাথান। অস্ট্রেলিয়ার এই অফ-স্পিনার ৮৩টি উইকেট নিয়েছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকারও একটা সময় অবধি ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষ অবধি তা পারেনি। কাগিসো রাবাডা অবশ্য নজর কেড়েছেন। ৬৭টি উইকেট নিয়েছেন রাবাডা।

এই সাইকেলে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৬১টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড়ও খুব ভালো।

ইংল্য়ান্ডের বাজবল ক্রিকেট এখন সুপার হিট। টেস্ট চ্য়াম্পিয়নশিপের এই সাইকেলে শেষ দিকে অনবদ্য পারফরম্যান্স করেছে ইংল্যান্ড। অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ৫৮টি উইকেট নিয়েছেন। চোটের কারণে অনেক ম্যাচেই খেলতে পারেননি।

যুগ্ম ভাবে এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ইংল্য়ান্ডের পেসার ওলি রবিনসন এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স। দু-জনেরই উইকেট সংখ্যা ৫৩টি।

Leave a Reply