LSG vs RCB, IPL 2023: বিরাট কোহলির সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় নবীন উল হক-কে ডাকেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু তরুণ আফগান ক্রিকেটার মাথা ও হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে চলে যান।
Image Credit source: Twitter
কলকাতা: মাঠের ঝামেলা মাঠে ফেলে রেখে আসতে নারাজ। বিরাট কোহলির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া জিইয়ে রাখতে চাইছেন আফগান পেসার নবীন উল হক। ২৩ বছরের আফগান ক্রিকেটারের প্রথম আইপিএল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যে গুটি কয় আফগানিস্তানের ক্রিকেটার খেলছেন তাঁদের মধ্যে একজন। তাঁদের মধ্যে নবীন শিরোনামে রইলেন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে। ম্যাচের উত্তেজনার মুহূর্তে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া স্বাভাবিক। কিন্তু নবীন ঝামেলা টিকিয়ে রাখতে চাইলেন। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল চেষ্টা করেছিলেন। বিরাটের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় নবীনকে ডাকেন তিনি। কিন্তু তরুণ আফগান ক্রিকেটার মাথা ও হাত নেড়ে বিরক্তি প্রকাশ করে চলে যান। আফগান পেসারের আচরণ দেখে অবাক হয়ে যান বিরাট ও রাহুল দু’জনই। এখানেই শেষ নয়। ম্যাচের পর নাম না করে বিরাটের উদ্দেশে ইনস্টাগ্রামে স্টোরি দিলেন নবীন। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, “তুমি যেটার যোগ্য, সেটাই তো পাবে। এটাই হওয়া উচিত এবং সেটাই হয়েছে।”
Naveen Ul Haq’s latest Instagram story. pic.twitter.com/YWJBK6Hm9R
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2023
বিস্তারিত আসছে…