Indian Cricket Team: WTC ফাইনালের আগে ব়্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। অস্ট্রেলিয়াকে (Australia Team) সরিয়ে বিশ্বের সেরা টেস্ট দল এখন ভারত।
Image Credit source: Twitter
কলকাতা: এ বার আর কোনও ভুল নয়। অস্ট্রেলিয়ার কাছ থেকে বিশ্বের সেরা টেস্ট দলের তকমা ছিনিয়ে নিল ভারত (Indian Cricket Team)। বর্ডার-গাভাসকর সিরিজের পর আইসিসি ভুল করে এক নম্বর টেস্ট টিম (ICC Test Ranking) ঘোষণা করে দিয়েছিল ভারতকে। পরে ভুল শোধরালে দুই নম্বরে নেমে যায় ভারত। জোর কদমে আইপিএল চললেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও মাথায় রয়েছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ভারত দুটি দেশই ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে। WTC ফাইনালের আগে ব়্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। অস্ট্রেলিয়াকে (Australia Team) সরিয়ে বিশ্বের সেরা টেস্ট দল এখন ভারত। অর্থাৎ ৭ জুন ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এক নম্বর টেস্ট দল হিসেবে খেলতে নামবে ভারত। ১৫ মাস ধরে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি টেস্ট ফরম্যাটের এক নম্বরে ছিল। সিংহাসন খুইয়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এখন দুই নম্বরে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।