IPL 2023 : আজ বুধবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সাক্ষাত হবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে এখনও অবধি হয়ে যাওয়া ৪৪টি ম্যাচের পর এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা।
IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপ হাতছাড়া হতে চলেছে ডু’প্লেসির, নতুন মালিক হওয়ার সম্ভবনা কনওয়ের
কলকাতা : হইহই করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ৪৪টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ৪৪টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। যদিও আজ অরেঞ্জ ক্যাপ হাতছাড়া হতে পারে তাঁর। বদলে কার মাথায় উঠতে পারে কমলা টুপি? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।
চলতি আইপিএলে এখনও অবধি ৪৪টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…
১) অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ৯ ম্যাচে ৪৬৬ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪।
২) কমলা টুপির দৌড়ে ২ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ৯ ম্যাচে খেলে ৪২৮ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।
৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ৮ ম্য়াচে খেলে তিনি করেছেন ৪১৪ রান। সর্বাধিক ৯২*। আজ তাঁর সামনে এই তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আজ ৫২ রান করলেই তাঁর দখলে আসবে কমলা টুপি।
৪) কমলা টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। ৯ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৩৬৪ রান। সর্বাধিক ৮২*।
৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ৯ ম্যাচে খেলে ৩৫৪ রান করেছেন। সর্বাধিক ৯২ রান। আজ ঋতুর সামনেও এই তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
৬) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৬ নম্বরে রয়োছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে তিনি করেছেন ৩৩৯ রান। সর্বাধিক ৬৭।
৭) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৯টি ম্যাচে খেলে ৩০৮ রান করেছেন। সর্বাধিক ৬৫।
৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মায়ার্স। এখনও অবধি ৯ ম্যাচে খেলে তিনি করেছেন ২৯৭ রান। সর্বাধিক ৭৩। আজ তাঁর সামনেও এই তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
৯) এই তালিকায় ৯ নম্বরে রয়েছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচে খেলে তিনি করেছেন ২৯৬ রান। সর্বাধিক ১০৪।
১০) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন গতবারের রানার্স রাজস্থান রয়্যালসের ওপেনার এবং গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী ক্রিকেটার জস বাটলার। তিনি এখনও অবধি ৯ ম্যাচে ২৮৯ রান করেছেন। সর্বাধিক ৭৯।