Punjab Kings vs Mumbai Indians, IPL 2023 Preview: পঞ্জাবের মোহালি স্টেডিয়ামে আজ, বুধবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে শেষ সাক্ষাতে দু’শোর বেশি রান তাড়া করেও পঞ্জাবের কাছে হেরে যায় মুম্বই।
ব্যাটিং স্বর্গরাজ্য মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের বদলার ম্যাচ
মোহালি : পঞ্জাবের ডেরায় ঢুকে সিংহদের গর্জন কি থামাতে পারবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)? চলতি আইপিএলে (IPL 2023) শেষ সাক্ষাতে ওয়াংখেড়েতে মুম্বইকে ১৩ রানের ব্যবধানে হারিয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। দু’শোর বেশি রান তাড়া করেও পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল মুম্বই। এ বার রোহিতের MI পল্টনের সামনে সেই ম্যাচে হারের বদলার সুযোগ। দু’টো দল আইপিএলে মোট ৩০টি ম্যাচে খেলেছে। তাতে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কারণ, ২ দলই ১৫ বার করে জিতেছে। মোহালির উইকেট ব্যাটারদের জন্য কার্যত স্বর্গরাজ্য। এ বার দেখার আজ কোন দল সেখানে করে বাজিমাত। বিস্তারিত প্রিভিউ পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে পয়েন্ট টেবলে ছয় ও সাত নম্বরে রয়েছে পঞ্জাব ও মুম্বই। ধাওয়ানের পঞ্জাব এখনও অবধি ৯ ম্যাচে খেলে ৫টিতে জিতেছে। হার ৪টিতে। অন্যদিকে শিখরদের থেকে ১টি কম ম্যাচে খেলেছে রোহিতের দল। ৮ ম্যাচে মুম্বইয়ের জয় ৪, হার ৪। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। দুই দলেই বিধ্বংসী ব্যাটাররা রয়েছেন। কিন্তু দুটি দলের বোলিং বিভাগ বেশ দুর্বল। মুম্বইয়ের বোলারদের ইকোনমি রেট সবচেয়ে খারাপ। আর রোহিতের দলের বোলাররা এ বারের আইপিএলের সবচেয়ে খারাপ বোলিং গড় থাকা দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। পঞ্জাবের রেকর্ড এক্ষেত্রে খুব আহামরি নয়। পঞ্জাবের সবচেয়ে খারাপা গড় এবং ইকোনমি রেটে খারাপের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে।
প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ২ টো দলই ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য মরিয়া। পঞ্জাব জিতলে স্যাম কারানদের পয়েন্ট দাঁড়াবে ১২। পয়েন্ট টেবলে বড়সড় লাফ দিয়ে ২ নম্বরে পৌঁছে যেতে পারবে প্রীতি জিন্টার দল। অন্যদিকে মুম্বই জিতলে ১০ পয়েন্টের সারিতে ঢুকে পড়বেন সূর্যকুমার যাদবরা।
মোহালিতে হওয়া এ বারের আইপিএলের প্রথম তিনটি ম্যাচে প্রথম ইনিংসের রান ছিল ১৫৩ থেকে ১৯১ রানের মধ্যে। অবশ্য চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২৫৭ রান করেছিল। প্রসঙ্গত চারটি ম্যাচের তিনটিতেই প্রথমে ব্যাটিং করা দল জিতেছে। যদিও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে টস জেতা দল রান তাড়া করাই হয়তো পছন্দ করবে। আজ হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।