আইপিএলের সেরা ডেলিভারি! ভিডিয়ো দেখে আপনিই সিদ্ধান্ত নিন…


LSG vs CSK : রবীন্দ্র জাডেজা ৩ ওভারে ১১ রান দিয়ে একটিই মাত্র উইকেট নিয়েছেন। সেটাই মার্কাস স্টইনিসের। বোল্ড হয়ে বেশ কিছু অবাক হয়ে ক্রিজেই দাঁড়িয়ে থাকেন মার্কাস। যেন অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন। অনেকের মতে, আইপিএলের সেরা ডেলিভারি এটাই। সত্যিই কি তাই?

লখনউ : এমন পরিস্থিতিতে ব্য়াটারের মানসিকতা ঠিক কী হতে পারে! বলের লাইনে থাকার মরিয়া চেষ্টা। কিন্তু কখন, কেন, কীভাবে উইকেট নড়ে গেল! হতভম্ব মার্কাস স্টইনিস। লখনউতে এমন পরিস্থিতিই দাঁড়াল লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে। বৃষ্টিতে যদিও ম্য়াচের ফল হল না। তবে জয়ে ফেরার যেন সুযোগ হারাতে হল চেন্নাই সুপার কিংসকে। চোটের কারণে, লখনউ অধিনায়ক লোকেশ রাহুল আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। এই ম্য়াচে নেতৃত্ব দেন ক্রুনাল পান্ডিয়া। টস জেতেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে লখনউয়ের এমন পরিস্থিতি হবে তা অবশ্য ভাবা যায়নি। ম্যাচ সম্পূর্ণ না হলেও বেশ কিছু মুহূর্ত স্মরণে রাখার মতো। বিশেষ করে রবীন্দ্র জাডেজার ডেলিভারি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনি যেই মাঠেই খেলুক না কেন, সেটাই তাঁর হোম ম্য়াচ। লখনউতেও গ্য়ালারিতে প্রচুর সমর্থন দেখা গেল। এমনটাই প্রত্যাশিত। তবে লখনউয়ের ক্রিকেট প্রেমীদের কাছে হতাশার মুহূর্ত, বৃষ্টিতে ম্য়াচটা ভেস্তে যাওয়া, মহেন্দ্র সিং ধোনিকে ব্য়াটিংয়ে দেখতে না পাওয়া। তবে উইকেটের পেছনে যেটুকু দেখার সুযোগ হয়েছে সেটাও অনেক বড় প্রাপ্তি। আর মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে থাকা মানে যে কোনও বোলারের কাছে বাড়তি পাওনা। তাঁর পরামর্শ অনেক বড় সম্পদ। লখনউ ইনিংসে ৪ বল বাকি থাকতেই বৃষ্টি নামে। তার আগে প্রবল চাপে ছিল লখনউ শিবিরই। তবে সব কিছুর মধ্যে আলাদা করে বলতে হয় মার্কাস স্টইনিস এবং জাডেজার ঘটনা।

বৃষ্টিতে ম্য়াচ ভেস্তে গেলেও মার্কাস স্টইনিস হয়তো এই মুহূর্ত কোনওদিনই ভুলবেন না। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় লখনউ। এরপর শুধুই যেন যাওয়া-আসা। পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় লখনউ। পাঁচ নম্বরে ব্য়াট করতে নামেন মার্কাস স্টইনিস। এ মরসুমে ব্য়াট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্টইনিস। এই ম্য়াচে তাঁর ওপরই ভরসা ছিল। তবে জাডেজার ডেলিভারি সব ভরসা ভ্যানিশ করে দিয়েছে। রবীন্দ্র জাডেজা ৩ ওভারে ১১ রান দিয়ে একটিই মাত্র উইকেট নিয়েছেন। সেটাই মার্কাস স্টইনিসের। বোল্ড হয়ে বেশ কিছু অবাক হয়ে ক্রিজেই দাঁড়িয়ে থাকেন মার্কাস। যেন অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন। অনেকের মতে, আইপিএলের সেরা ডেলিভারি এটাই। সত্যিই কি তাই?



Leave a Reply