চিন্নাস্বামীর মাঠে দুই দলের প্রথম সাক্ষাতে সৌরভের সামনে একটু বেশিই আগ্রাসী ছিলেন বিরাট। ম্যাচের পর একে অপরের সঙ্গে হাত মেলাননি, দু’জনই দু’জনকে এড়িয়ে গিয়েছিলেন।
Image Credit source: Twitter
কলকাতা: বিতর্কের আইপিএল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগকে (IPL 2023) এমনটা বলা যেতেই পারে। ম্যাচ ঘিরে যত না বিতর্ক, মাঠের বাইরের উত্তেজনা যেন তার দ্বিগুণ। ২০২৩ আইপিএলে এখনও পর্যন্ত যে কয়েকটি বড়সড় বিতর্ক হয়েছে তাতে স্বমহিমায় উপস্থিতি বিরাট কোহলির। বিরাট বনাম গম্ভীর, বিরাট বনাম নবীন উল হক, বিরাট বনাম সৌরভ। গম্ভীরের সঙ্গে ঝামেলার রেশ এখনও চলছে। তারই মধ্যে শনিবার ফের একবার মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও আরসিবি। হ্যান্ডশেক বিতর্কের পর আবারও মুখোমুখি বিরাট (Virat Kohli) ও সৌরভ (Sourav Ganguly)। দিল্লি বয় কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের (DC vs RCB) সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর। চিন্নাস্বামীর মাঠে দুই দলের প্রথম সাক্ষাতে সৌরভের সামনে একটু বেশিই আগ্রাসী ছিলেন বিরাট। ম্যাচের পর একে অপরের সঙ্গে হাত মেলাননি, দু’জনই দু’জনকে এড়িয়ে গিয়েছিলেন। ওই ঘটনা নিয়ে ব্যপক জলঘোলা হয়। ইনস্টাগ্রামে জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের মুখ দেখাদেখি আপাতত বন্ধ। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও কি ফের একে অপরকে এড়িয়ে যাবেন বিরাট ও সৌরভ। বিস্তারিত Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শনিবার ঘরের মাঠে ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। লাগাতার হারের পর ডেভিড ওয়ার্নারের টিম বর্তমানে কিছুটা হলেও নিজেদের সামলে নিয়েছেন। গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচ জিতে নিয়েছে দিল্লি। এ বার সামনে বিরাট কোহলিরা। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টানটান রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিয়েছিল আরসিবি। লখনউ ম্যাচের পরই গম্ভীরের সঙ্গে বাদানুবাদ হয় বিরাটের। তাঁর কাছে কোটলার মাঠ অতি পরিচিত। একে ‘ঘরের মাঠে’ তার উপর শনিবারের ম্যাচে দিল্লির ডাগ আউটে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বিরাটের বিবাদ পুরনো। সৌরভ বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন জাতীয় দলের ক্যাপ্টেন্সি নিয়ে যে বিতর্ক হয়েছিল, তারপর শত্রুতা জিইয়ে রেখে দিয়েছেন দু’জনেই। একে অপরকে পারতপক্ষে এড়িয়ে যান। ম্যাচের পর সৌজন্যমূলক করমদর্নেও অনীহা।
হ্যান্ডশেক বিতর্কের পর একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন কোহলি ও সৌরভ। ইনস্টায় মুখ দেখাদেখি বন্ধ হলেও বাস্তবে সম্ভব নয়। আইপিএলে দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচ থাকলে মুখোমুখি হতেই হবে। শনিবারের ম্যাচে কোহলি ও সৌরভের দিকে বাড়তি নজর থাকবে। আবারও কী একে অপরকে এড়িয়ে যাবেন, নাকি বিতর্ক সরিয়ে রেখে সৌজন্যের হাত বাড়িয়ে দেবেন? শনি-সন্ধ্যায় অরুণ জেটলি স্টেডিয়ামে বাড়তি আকর্ষণ সৌরভ-বিরাট সম্পর্ক।