কোহলি-গম্ভীর বিতর্ক নিয়ে মজা করতে ছাড়লেন না যুবরাজ


IPL 2023 : চলতি আইপিএলে যে ক’টি বিতর্ক হয়েছে তার সবক’টিতেই জড়িয়ে রয়েছে বিরাট কোহলির নাম। এই যেমন – লখনউ বনাম আরসিবি ম্যাচে বিরাট বনাম গৌতম বিতর্ক। আবার ওই ম্যাচেই দেখা গিয়েছিল বিরাট বনাম নবীনও। তার আগে দিল্লি-আরসিবি ম্যাচে বিরাট বনাম সৌরভ হ্যান্ডশেক বিতর্ক। এই সব বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়েছে বিরাট বনাম গৌতম নিয়ে।

নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন একাধিক বিতর্কের জন্ম হয়। সেই বিতর্ক কখনও মাঠের মধ্যেই মিটে যায়। আবার কখনও তার রেশ থেকে যায় দীর্ঘদিন। চলতি আইপিএলে একাধিক ধুন্ধুমার ম্যাচ দেখা গিয়েছে। একইসঙ্গে ক্রিকেট বিনোদনের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডাও কম হয়নি। সব মিলিয়ে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল (IPL 2023)। আর এই আইপিএলের সবচেয়ে আলোচিত ঘটনা বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিতর্ক। এই বিতর্কের রেশ কাটতেই চাইছে না। এই আইপিএল কি বিরাট কোহলির কাছে বিশেষ? আসলে চলতি আইপিএলে যে ক’টি বিতর্ক হয়েছে তার সবক’টিতেই জড়িয়ে রয়েছে কোহলির নাম। এই যেমন – লখনউ বনাম আরসিবি ম্যাচে বিরাট বনাম গৌতম বিতর্ক। আবার ওই ম্যাচেই দেখা গিয়েছিল বিরাট বনাম নবীনও। তার আগে দিল্লি-আরসিবি ম্যাচে বিরাট বনাম সৌরভ হ্যান্ডশেক বিতর্ক। এই সব বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়েছে বিরাট বনাম গৌতম নিয়ে। ওই ঘটনার জেরে ক্রিকেট বিশ্ব কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ গম্ভীরের পক্ষে, কেউ আবার কোহলির পক্ষ কথা বলেছেন। এ বার মজা করে বিরাট-গৌতম সংঘাত নিয়ে কথা বলেছেন ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। ঠিক কী বললেন যুবি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বীরেন্দ্র সেওয়াগ, সুনীল গাভাসকারের মত তারকারা কোহলিদের কড়া শাস্তি হিসেবে নির্বাসনে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে রবি শাস্ত্রী আবার দুই তারকাকে পাশাপাশি বসিয়ে সমস্যার সমাধান মেটানোর প্রস্তাব দিয়েছেন। এ বার যুবরাজ মজা করেছেন এই বিতর্ক নিয়ে। টুইটারে তিনি লেখেন, “আমার মনে হয় নিজেদের ‘ঠাণ্ড রাখ’ অভিযানের জন্য গৌতি, চিকুকে সই করানো উচিত স্প্রাইটের। তোমরা কী বলো?” ওই টুইটে যুবি ট্যাগ করেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও স্প্রাইটের টুইটার অ্যাকাউন্টকে।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যুবির টুইট। যুবরাজের ওই টুইটে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিরাট-গৌতম বিতর্ক নিয়ে দুই ক্রিকেটারের সমর্থকদের মধ্যেও কম তর্কাতর্কি হচ্ছে না। টুইটার খুললে সর্বক্ষণ বিরাট বনাম গৌতম ইস্যু নিয়ে কিছু না কিছু তথ্য পাওয়া যাচ্ছেই।



Leave a Reply