Rajasthan Royals vs Gujarat Titans : ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রচুর রান করচ হয়েছে তাঁর বোলিংয়ে। উইকেটও পাননি। কেকেআরের আফগান তারকা রহমানুল্লা গুরবাজ অতি পরিচিত রশিদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন। তবে সেই একটি ম্য়াচ বাদ দিলে রশিদের পারফরম্যান্স মুগ্ধকর। শুধু তাই নয়, ম্য়াচের বাইরেও রশিদের আচরণ সকলের মন জয় করে।
জয়পুর : রাজস্থান রয়্যালস শিবিরে বিপর্যয়ের অন্যতম কারণ তিনিই। আফগান স্পিনার রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এ মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করলেও ইডেন গার্ডেন্সে তাঁর জন্য ছিল শুধুই হতাশা। ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রচুর রান করচ হয়েছে তাঁর বোলিংয়ে। উইকেটও পাননি। কেকেআরের আফগান তারকা রহমানুল্লা গুরবাজ অতি পরিচিত রশিদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন। তবে সেই একটি ম্য়াচ বাদ দিলে রশিদের পারফরম্যান্স মুগ্ধকর। শুধু তাই নয়, ম্য়াচের বাইরেও রশিদের আচরণ সকলের মন জয় করে। এমন অনেক কিছুর মধ্যে জয়পুরে তাঁর আচরণ আরও এক বার মন জয় করল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…