‘ঘরের মাঠে’ একঝাঁক মাইলস্টোনের সামনে বিরাট কোহলি


DC vs RCB, IPL 2023 : চলতি আইপিএলে আজ দিল্লির হোম ম্যাচ রয়েছে। ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। দিল্লি বনাম আরসিবি ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

‘ঘরের মাঠে’ একঝাঁক মাইলস্টোনের সামনে বিরাট কোহলি

Image Credit source: RCB Twitter

নয়াদিল্লি : চলতি আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস (DC)। দিল্লির ডেরায় এ বার নামতে চলেছে আরসিবি (RCB)। চলতি আইপিএলে শেষ সাক্ষাতে চিন্নাস্বামীতে দিল্লিকে হারিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার দিল্লির ঘরের মাঠে বদলা নেওয়ার পালা। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। এই ম্যাচ জিতলে আরসিবির ঝুলিতে আসবে ১২ পয়েন্ট। দিল্লি জিতলে ওয়ার্নারদের পয়েন্ট হবে ৮। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দিল্লি বিরাট কোহলির হোম গ্রাউন্ড। আজ দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ কয়েকটি রেকর্ড গড়তে পারেন ভিকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) বিরাট কোহলি – দিল্লির বিরুদ্ধে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৯৭৫ রান। আর ২৫ রান করলেই দিল্লির বিরুদ্ধে ভিকের আইপিএলে হাজার রানের রেকর্ড পূর্ণ হবে। আইপিএলে ৭ হাজার রান করা প্রথম ক্রিকেটার হতে পারেন বিরাট। এই মাইলস্টোন স্পর্শ করতে হলে কোহলির আর চাই ১২ রান। আইপিএলে অর্ধশতরানের হাফসেঞ্চুরি পূর্ণ করতে হলে বিরাটকে আজ দিল্লির বিরুদ্ধে ৫০ রান করতে হবে।

২) দীনেশ কার্তিক – আইপিএলে ৪৫০০ রানের রেকর্ড পূর্ণ করতে হলে দীনেশ কার্তিকের প্রয়োজন আর ২৫ রান।

৩) হর্ষল প্যাটেল – টি-২০ ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরি থেকে ১টি উইকেট দূরে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল।

৪) ওয়ানিন্দু হাসারঙ্গা – হর্ষল প্যাটেলের মতো ওয়ানিন্দু হাসারঙ্গাও টি-২০ ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরির সামনে রয়েছেন। হাসারঙ্গার এই মাইলস্টোন স্পর্শ করার জন্য এখনও ৫টি উইকেট লাগবে।

৫) ফাফ ডু’প্লেসি – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসির আর ১টি চার প্রয়োজন।

৬) ইশান্ত শর্মা – টি-২০ ক্রিকেট কেরিয়ারের ১৫০তম ম্যাচে খেলতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা।

৭) মুস্তাফিজুর রহমান – দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান আইপিএলে ৫০টি উইকেট পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন।

৮) রোভম্যান পাওয়েল – দিল্লি ক্যাপিটালসের রোভম্যান পাওয়েল টি-২০ ক্রিকেটে ৩ হাজার রানের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৫৪ রান দূরে রয়েছেন।

৯) ললিত যাদব – টি-২০ ক্রিকেটে ১ হাজার রানের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৪১ রান দূরে রয়েছেন ললিত।

Leave a Reply