‘দাদার’ জন্য বিরাটকে সেরা উপহার বেছে দিলেন শ্রীসন্থ


Sreesanth, DC vs RCB : একটা সময় অবধি তাঁদের সম্পর্ক খুবই ভালো ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন এই সম্পর্কে কিছুটা হলেও অবনতি হয়। তার রেশ বিরাট কোহলির মধ্যে যে এখনও রয়েছে, গত ম্যাচে তাঁর আচরণেই পরিষ্কার। ভুললে চলবে না, সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু কামব্য়াক কিং। মাঠে নেমে না খেললেও মস্তিষ্ক দিয়ে এই ম্য়াচে বড় ভূমিকা নিতেই পারেন।

Image Credit source: TWITTER, SCREENGRAB

নয়াদিল্লি : বিরাট কোহলি প্য়াভিলিয়নের সামনে প্র্য়াক্টিসে বিরাট কোহলি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অন্য়তম সেরা দৃশ্য এটাই। এমন দৃশ্য প্রথম কিংবা হয়তো শেষও নয়। তবে এ বারের ম্যাচটা যেন আলাদা উত্তাপ ছড়াচ্ছে। শুধু সমর্থকদের কাছেই নয়, প্রাক্তন ক্রিকেটাররাও দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্য়াচ নিয়ে বাড়তি উত্তেজনায় ফুটছেন। পরিসংখ্যান বলছে, ২০২১ সাল থেকে দিল্লির কাছে হারেনি আরসিবি। এ মরসুমে চিন্নাস্বামীতেও দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে আরসিবি। তবে ম্যাচের চেয়েও আলোচনায় ছিল ম্যাচ পরবর্তী দৃশ্য। খেলা শেষ হতে প্রতিপক্ষ দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সকলেই হাত মেলান। ম্যাচের ফল যাই হোক, এটুকু সৌজন্য যে কোনও দলের কাছেই প্রাপ্য। কিন্তু বিরাট কোহলি সকলের সঙ্গে হাত মেলালেও এড়িয়ে যান দেশের অন্য়তম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে চরম হইচই হয়। আজ আরও এক বার মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। তাও আবার বিরাটের শহরে। ম্যাচের বাইরেও নানা ‘দৃশ্য’ নজরে পড়বে, এমনটাই মনে করেন অনেকে। দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ যেন তার আঁচ আরও বাড়িয়ে দিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিরাট কোহলির তরফে সেরা উপহার কী হতে পারে, তারই পরামর্শ দিলেন শ্রীসন্থ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেশের প্রাক্তন ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ সম্প্রচারকারী চ্যানেলের এক্সপার্ট। সেখানেই শ্রীসন্থ বলছেন, ‘দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিরাট কোহলি একটা সেঞ্চুরি করুক। সেটাই দাদাকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) তাঁর তরফে সেরা উপহার হবে।’ নিজের শহরে ম্যাচ। বিরাট কোহলি যে এই ম্য়াচে বাড়তি তাগিদ নিয়ে নামবেন, একথা বলাই যায়। গ্যালারিতে তাঁর জন্য ব্য়াপক সমর্থন থাকবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে এই ম্য়াচটি রুদ্ধশ্বাস হতেই পারে।

আরসিবির হয়ে এই ম্যাচে খেলতে পারেন সদ্য যোগ দেওয়া কেদার যাদব। অতীতেও আরসিবির হয়ে খেলেছেন। এ বার ডেভিড উইলির পরিবর্ত হিসেবে তাঁকে সই করানো হয়েছে। ম্যাচের চেয়েও আকর্ষণে কিন্তু বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় অবধি তাঁদের সম্পর্ক খুবই ভালো ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন এই সম্পর্কে কিছুটা হলেও অবনতি হয়। তার রেশ বিরাট কোহলির মধ্যে যে এখনও রয়েছে, গত ম্যাচে তাঁর আচরণেই পরিষ্কার। ভুললে চলবে না, সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু কামব্য়াক কিং। মাঠে নেমে না খেললেও মস্তিষ্ক দিয়ে এই ম্য়াচে বড় ভূমিকা নিতেই পারেন।



Leave a Reply