Nitish Rana’s wife Saachi Marwah : নাইট ক্যাপ্টেন নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়াকে দিল্লিতে হেনস্থা করেছে ২ যুবক। দীর্ঘক্ষণ ধরে ওই ২ যুবক রানার স্ত্রীর গাড়ি ধাওয়া করে। অবশেষে দিল্লি পুলিশ বিষয়টিতে পদক্ষেপ নিল, গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে।
নাইট অধিনায়কের স্ত্রীর হেনস্থা কাণ্ডে দিল্লি পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ২
নয়াদিল্লি : অবশেষে নড়েচড়ে বসল দিল্লি পুলিশ (Delhi Police)। খাস রাজধানীতে রাতের বেলায় দুই যুবকের হেনস্থার শিকার হন আইপিএল (KKR) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার (Nitish Rana) স্ত্রী সাচি মারওয়া (Saachi Marwah)। কাজ সেরে বাড়ি ফেরার পথে ২ যুবক রানার স্ত্রীর গাড়ি ধাওয়া করেন এবং তাঁরা বার বার তাঁর গাড়িতে ধাক্কা দিতে থাকেন। পুলিশের কাছে সাচি যখন তাঁকে উত্যক্ত করার জন্য দুই যুবকের নামে অভিযোগ জানান, তখন দায়সারা ভাবে দিল্লি পুলিশ তাঁদের ‘ছেড়ে দেওয়ার’ কথা বলেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পুরো বিষয়টি জানান সাচি। তারপর দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবেশেষে দিল্লি পুলিশ ওই ২ অভিযুক্ততে গ্রেফতার করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…