আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে বদলা নিয়ে পয়েন্ট টেবলের উন্নতি দিল্লির


IPL 2023 : আজ রবিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। রবি-বিকেলে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। দিনের দ্বিতীয় ম্যাচে সাক্ষাৎ হবে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

IPL 2023 Points Table: আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে বদলা নিয়ে পয়েন্ট টেবলের উন্নতি দিল্লির

Image Credit source: IPL Website

কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে ১৬তম আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৫০টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৫০টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা হচ্ছে। শনিবার ঘরের মাঠে আরসিবিকে হারিয়ে অবশেষে পয়েন্ট টেবলে উন্নতি হয়েছে দিল্লি ক্যাপিটালসের। আজ আইপিএলের ডাবল হেডার রয়েছে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. আজ গুজরাটের হোম ম্যাচ রয়েছে। আপাতত পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৭টি জয়, ৩টি হার রশিদ খানদের। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৭৫২। পয়েন্ট ১৪।

২. ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে লিগ টেবলের ২ নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১১টি ম্যাচে খেলেছে। ৬টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৩। নেট রান রেট +০.৪০৯।

৩. আজ লখনউয়ের ম্যাচ রয়েছে। আপাতত লিগ টেবলের ৩ নম্বরে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। পয়েন্ট ১১।

৪. আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামবে রাজস্থান। আপাতত লিগ টেবলের ৪ নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৪৪৮। রাজস্থানের পয়েন্ট ১০।

৫. দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে হারার পরও আইপিএলের লিগ টেবলের ৫ নম্বর স্থান ধরে রেখেছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৫টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.২০৯। বিরাটদের মোট পয়েন্ট ১০।

৬. চেন্নাইয়ের ঘরের মাঠে হারার পরও পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৪৫৪। পয়েন্ট ১০।

৭. পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৫টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৭২।

৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৬টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.১০৩। পয়েন্ট ৮।

৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১০ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৬টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৫২৯। পয়েন্ট ৮।

১০. আজ হায়দরাবাদের ম্যাচ রয়েছে। আপাতত লিগ টেবলের লাস্ট বয় এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৯টি ম্যাচে হায়দরাবাদের ৩টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৬। হায়দরাবাদের নেট রান রেট -০.৫৪০।

Leave a Reply