ইস্টবেঙ্গলের ব্যর্থতার জন্য ঘুরিয়ে ইনভেস্টরকেই দায়ী করলেন ক্রীড়ামন্ত্রী


East Bengal’s Members’ Lounge : রবিবার তিলোত্তমায় উদ্বোধন হল ইস্টবেঙ্গলের মেম্বার্স লাউঞ্জ। লাল-হলুদের এই মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে আইএসএলে ইস্টবেঙ্গলের ব্যর্থতার প্রসঙ্গ উঠলে ঘুরিয়ে ইনভেস্টরদের দায়ী করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ।

ইস্টবেঙ্গলের ব্যর্থতার জন্য ঘুরিয়ে ইনভেস্টরকেই দায়ী করলেন ক্রীড়ামন্ত্রী

Image Credit source: নিজস্ব চিত্র

কলকাতা : দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে ইস্টবেঙ্গলে (East Bengal) মেম্বার্স লাউঞ্জের (Members’ Lounge) উদ্বোধন হল। এই মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আইএফএ কর্তা অজিত বন্দোপাধ্যায় এবং বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার। ময়দান আধুনিক হচ্ছে। ইস্টবেঙ্গল এক নয়া উদ্যোগ নিল। কিন্তু এই শতাব্দীপ্রাচীন ক্লাবের পরিচয়টা আসলে ফুটবলের জন্য। এই বিশেষ দিনেও তাই উঠল ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন। ইন্ডিয়ান সুপার লিগে চরম ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। আর আজ মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে লাল-হলুদের ব্যর্থতার প্রসঙ্গ উঠলে ঘুরিয়ে ইনভেস্টরদের দায়ী করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ। তাঁর কথায় প্রতিবেশী ক্লাব বা অন্যন্য ক্লাব যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। তারা যেভাবে অর্থ খরচ করছে তেমনটা করে না লাল-হলুদের ইনভেস্টররা। বিদেশ থেকে ভালো স্ট্রাইকার, ডিফেন্ডার নিয়ে আসছে অন্য ক্লাবগুলো। সেখানে ইস্টবেঙ্গল সেটা করছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিকল্পনা করে টিম তৈরি করছে বাকি দলগুলো। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দলগঠনে একটা দায়সারা ভাব দেখা যায়। যেমন দল করতে হবে তাই বানানো গোছের। এভাবে ইস্টবেঙ্গল এগোতে পারবে না। আর কী কী বললেন ক্রীড়ামন্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘ইস্টবেঙ্গল সব সময়ই নতুন দিক উন্মোচন করে। প্রথমে লাইব্রেরি করেছিল। এ বার মেম্বার্স লাউঞ্জ উদ্বোধন করল। পল্টুদার স্বপ্নপূরণ হয়েছে। ফুটবলটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ইনভেস্টরদের দল গঠনে আরও দায়িত্ববান হতে হবে। একজন দরাজ হাতে খরচ করছে। অন্য ক্লাবের যে স্পনসররা আছে, তারা যেভাবে খরচ করে সেভাবেই ইস্টবেঙ্গলের স্পনসররাও যেন খরচ করে।’

ইনভেস্টরদের পাশাপাশি স্পনসরদের কাছেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুরোধ করেন, তারা যেন ইস্টবেঙ্গলে বেশি অর্থ খরচ করার বিষয়টি নিয়ে ভাবেন। যাতে একটা ভালো দল তৈরি করা যায় এবং ইস্টবেঙ্গল ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

অরূপ বিশ্বাসের পাশাপাশি ইস্টবেঙ্গলের মেম্বার্স লাউঞ্জ উদ্বোধনে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘একটা ক্লাব চালানো খুব কঠিন। আমাদের মতো সাধারণ সমর্থকদের কাছে, ট্রফিতাই চাহিদা। কিন্তু ট্রফি জিততে গেলে কী প্রয়োজন, সেটা ভাবি না। ইস্টবেঙ্গল নানা ভাবে চেষ্টা করছে। স্পনসররাও আশা করি ভাববে।’

Leave a Reply