Virat Kohli: টিভিতে ঋদ্ধির ঝোড়ো ব্যাটিং দেখে প্রশংসায় ভাসলেন বিরাট। ইনস্টাগ্রাম স্টোরিতে অর্ধশতরানের সময়কার ছবি দিয়ে লিখলেন, ‘কী অসাধারণ প্লেয়ার!’
Image Credit source: Twitter
আমেদাবাদ: গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ চলছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২২৭ রানের বড় স্কোর খাড়া করেছে গুজরাট। দুশোর উপরে রান তুলতে বড় ভূমিকা নিলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। শুরুটা করেছিলেন ঋদ্ধি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ওভার থেকেই ঋদ্ধির ব্যাটে ওঠে ঝড়। দর্শকদের দারুণ বিনোদন দিলেন বাংলার ক্রিকেটার। শুধু সাধারণ দর্শকরাই নন, টিভিতে ঋদ্ধির ব্যাটিং উপভোগ করলেন আরসিবি তারকা বিরাট কোহলিও। এদিন মাত্র ২০ বলে ৫০ রান করেন ঋদ্ধিমান। সুপারম্যান সাহার অর্ধশতরানের সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামে দিয়ে বিরাট লিখলেন, “কী অসাধারণ একজন খেলোয়াড়।” জাতীয় দলে বিরাট ও ঋদ্ধিমান একসঙ্গে বহুবছর ধরে খেলেছেন। জাতীয় দলের সতীর্থর প্রশংসা করতেই পারেন বিরাট। কিন্তু আইপিএলে ঋদ্ধি তাঁর প্রতিপক্ষ। হঠাৎ বিপক্ষ দলের ক্রিকেটারের প্রশংসা কেন করতে গেলেন বিরাট? বিরাটের ইনস্টা পোস্টের পিছনে কি অন্য কোনও বার্তা লুকিয়ে? ক্রিকেট সমর্থকরা কিন্তু অন্য গন্ধ পাচ্ছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লখনউ সুপার জায়ান্টসের মহসীন খান, যশ ঠাকুর, ক্রুণাল পান্ডিয়াদের রীতিমতো তুলোধনা করেন ঋদ্ধিমান। ষষ্ঠ ওভারের প্রথম বলেই যশ ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন। ২০ বলে ৫০ রান। ৪ টি ছয় ও ছয়টি চার। আইপিএলে নিজের দ্রুততম অর্ধশতরান ঋদ্ধির। লখনউ সুপার জায়ান্টসের ডাগ আউটে বসে থাকা গৌতম গম্ভীরের দিকে চলে যাচ্ছিল ক্যামেরা। দেখা গেল, বেশ চিন্তিত মুখে বসে রয়েছেন লখনউয়ের মেন্টর। কখনও টেনশনে দাঁত দিয়ে নখ কাটছেন। বঙ্গ ক্রিকেটার তাঁর ব্যাটে গম্ভীরের মুখ আরও গম্ভীর করে দেন। তারপরই বিরাটের ইনস্টা স্টোরিতে ভেসে উঠল ঋদ্ধির প্রশংসা সূচক বার্তা। নেটিজেনদের অনুমান গম্ভীরের দলের বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থর ব্যাটিং বেশ উপভোগ করছেন, সেটা বোঝানোর জন্যই ওই বিশেষ ইনস্টা স্টোরি।
This ain’t finished yet, Virat Kohli posted a story appreciating Saha who is bashing Gautam Gambhir’s LSG around the park ???? pic.twitter.com/rHHMUKbowQ
— Pratham. (@76thHundredWhxn) May 7, 2023
নেটমাধ্যমে একজন লিখলেন, “এখানেই শেষ নয়। গম্ভীরের দলের বোলাররা মার খাচ্ছে দেখে মজা পাচ্ছেন বিরাট। ইনস্টাগ্রামে চলছে লড়াই।” আরও একজন লিখলেন, “বিপক্ষ টিমে গৌতম গম্ভীর রয়েছে বলেই কি ঋদ্ধির এত প্রশংসা করছেন বিরাট?” প্রসঙ্গত, লখনউয়ের পেসার নবীন উল হক গতকালই বিরাটকে খোঁচা দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। পোস্টের নিচে মন্তব্য করে কোহলির সঙ্গে বিরোধে আরও ঘি ঢালেন গৌতম গম্ভীর। লেখেন, ‘তুমি যেমন সেভাবেই থাক। নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই।’ গম্ভীরের সেই মন্তব্যের পাল্টা জবাব কি ইনস্টা পোস্টে দিলেন বিরাট?