GT vs LSG, IPL 2023 : ব্যাটে ঋদ্ধি-শুভমন, অনবদ্য মোহিত; লখনউকে হারিয়ে প্লে অফ প্রায় পাকা গুজরাটের


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: May 07, 2023 | 7:40 PM

গুজরাটের ২২৮ রানের জবাবে কুইন্টন ডি’কক, কাইল মায়ার্সের ব্যাটিং চিন্তা বাড়িয়েছিল। তবে এই জুটিকে ফেরাতেই গুজরাট শিবিরের উপর থেকে সরল কালো মেঘ।

GT vs LSG, IPL 2023 : ব্যাটে ঋদ্ধি-শুভমন, অনবদ্য মোহিত; লখনউকে হারিয়ে কার্যত প্লে অফে পাকা গুজরাট

Image Credit source: Twitter

আমেদাবাদ: দুই ভাইয়ের লড়াই। আইপিএলের (IPL 2023) ইতিহাসে এই প্রথম দুই ভাইয়ের ক্যাপ্টেন্সিতে একে অপরের বিরুদ্ধে খেলা হল ম্যাচ। রবিবাের গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বহুদিক থেকেই এগিয়ে ছিল গুজরাট (GT vs LSG)। গতবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবলের শীর্ষে। ব্যাটে-বলে সব বিভাগেই দুরন্ত। অন্যদিকে অধিনায়ক লোকেশ রাহুলের চোট, নামী ব্যাটারদের ব্যর্থতা নিয়ে যুঝছিল লখনউ। প্রথমে ব্যাট করে লখনউয়ের বোলারদের নাস্তানাবুদ করলেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিলরা। গুজরাটের ২২৮ রানের জবাবে কুইন্টন ডি’কক, কাইল মায়ার্সের ব্যাটিং চিন্তা বাড়িয়েছিল। তবে এই জুটিকে ফেরাতেই গুজরাট শিবিরের উপর থেকে সরল কালো মেঘ। বল হাতে অনবদ্য পারফরম্যান্স মোহিত শর্মার। ৫৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল গুজরাট টাইটান্স। ভাইয়ের কাছে দাদার হার। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা প্রায় পাকা করে নিল গতবারের চ্যাম্পিয়নরা। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply