RR vs SRH Live Score, IPL 2023: মুখোমুখি গোলাপি-কমলা ব্রিগেড, ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে কারা?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 07, 2023 | 6:54 PM

Rajasthan Royals vs Sunrisers Hyderabad, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস বনাম এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs SRH Live Score, IPL 2023: মুখোমুখি গোলাপি-কমলা ব্রিগেড, ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে কারা?

Image Credit source: Graphics – TV9Bangla

LIVE Cricket Score & Updates

জয়পুর : চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আহামরি পারফর্ম করছে না এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad)। এখনও অবধি ১০ ম্যাচে খেলে রাজস্থানের জয় ৫টি, হার ৫টি। পিঙ্ক আর্মির থেকে ১টি কম ম্যাচে খেলেছে হায়দরাবাদ। তাতে জয় ৩ ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের লাস্ট বয় এখন অরেঞ্জ আর্মি। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে নামবে সঞ্জুর দল। অন্যদিকে শেষ ম্যাচে অরেঞ্জ আর্মিও হেরেছিল। ফলে মার্করামদের নজরও ২ পয়েন্টে। ৫ ম্যাচে হার সত্ত্বেও পয়েন্ট টেবলে প্রথম চারের মধ্যে রয়েছে রাজস্থান। এদিকে হায়দরাবাদের অবস্থা তথৈবচ। প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Published On – May 07,2023 6:30 PM

Leave a Reply