কয়েকটা রানের জন্য দু’জনের সেঞ্চুরি মিস, তাও অরেঞ্জ ক্যাপের দৌড়ে উন্নতি গিল-বাটলারের


IPL 2023 : আইপিএলে রবিবার ২টি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা। আজ সোমবার রয়েছে নীতীশ রানার কেকেআরের (KKR) হোম ম্যাচ। প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (PBKS)। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে এখনও অবধি হয়ে যাওয়া ৫২টি ম্যাচের পর এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা।

কয়েকটা রানের জন্য দু’জনের সেঞ্চুরি মিস, তাও অরেঞ্জ ক্যাপের দৌড়ে উন্নতি গিল-বাটলারের

কলকাতা : রোমাঞ্চে ভরপুর ১৬তম আইপিএল এগিয়ে চলেছে। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ৫২টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ৫২টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। রবিবারের ডাবল হেডারের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় বেশ খানিকটা বদল হয়েছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ৫২টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) রবিবার আরসিবির ম্যাচ ছিল না। তারপরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ১০টি ম্যাচে ৫১১ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪।

২) কমলা টুপির দৌড়ে ২ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১১ ম্যাচে খেলে ৪৭৭ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।

৩) লখনউয়ের বিরুদ্ধে ৯৪ নট আউট ইনিংসের সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি এ বারের আইপিএলে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৪৬৯ রান। সর্বাধিক ৯৪*।

৪) কমলা টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ১১ ম্য়াচে খেলে তিনি করেছেন ৪৫৮ রান। সর্বাধিক ৯২*।

৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে নেমেছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। ১০ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৪১৯ রান। সর্বাধিক ৮২*।

৬) হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ৯৫ রানের বিধ্বংসী ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৬ নম্বরে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৩৯২ রান। সর্বাধিক ৯৫।

৭) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ১১টি ম্যাচে খেলে ৩৮৪ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মায়ার্স। এখনও অবধি ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৩৫৯ রান। সর্বাধিক ৭৩।

৯) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ১০টি ম্যাচে খেলে ৩৩০ রান করেছেন। সর্বাধিক ৬৫।

১০) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০ নম্বরে রয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। এখনও অবধি ১০ ম্যাচে খেলে তিনি করেছেন ৩১৬ রান। সর্বাধিক ৫৮*। আজ রিঙ্কুর সামনে সুযোগ থাকছে এই তালিকায় উন্নতি করার।

Leave a Reply