ক্যাচ, নো বল, এবং ছয়, শেষ বলে সন্দীপ শর্মার ভুলে ‘বাজিগর’ হায়দরাবাদ


সানরাইজার্স হায়দরাবেদর বিরুদ্ধে অবাক হার রাজস্থান রয়্যালসের। জিতে যাওয়া ম্যাচ রাজস্থান হেরে গিয়েছে। শেষ বলে সন্দীপ শর্মা আবদুল সামাদকে আউট করে সেলিব্রেশনে মেতেছিলেন। কিন্তু এমন কিছু একটা ঘটল যা কেউ বিশ্বাস করলেন না শেষ পর্যন্ত। মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো রাজস্থানের কাছে থেকে জয় ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ।

Image Credit source: Twitter

জয়পুর: শেষ বলে জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল ৫ রান (IPL 2023)। ছয় হাঁকানো ছাড়া উপায় নেই আবদুল সামাদের। সন্দীপ শর্মার বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটে বলে ঠিক কানেক্ট হল না। বল চলে যায় লং অফ ফিল্ডারের কাছে। রাজস্থান রয়্যালস টিম ততক্ষণে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাওয়ার বিষন্নতা হায়দরাবাদ শিবিরে (RR vs SRH)। তখনই যেন পরিস্থিতি ঘুরে গেল ১৮০ ডিগ্রি। সাইরেন বেজে উঠতেই মুখের রঙ বদলে গেল। হাসিমুখগুলিতে চিন্তা আর বিষন্ন মুখগুলিতে আশার আলো। সাইরেন ছিল নো বলের। অভিজ্ঞ সন্দীপ শর্মা (Sandeep Sharma) নো বল করবেন এমনটা প্রত্যাশা ছিল না। ওভার স্টেপ করায় আউট হয়েও বেঁচে যান সামাদ। শেষ বলে সানরাইজার্সের লক্ষ্য দাঁড়ায় ৪ রান। পড়ে পাওয়া সুযোগ বৃথা যেতে দিলেন না আব্দুল সামাদ। ৬ হাঁকিয়ে ম্য়াচ ফিনিশ করেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওই একটি ভুলেই মুহূর্তের মধ্যে হিরো থেকে জিরো সন্দীপ শর্মা। মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশার যাঁর বিরুদ্ধে ম্যাচ ফিনিশ করতে পারেননি, আবদুল সামাদ করে দেখিয়ে দিলেন। ভুলের কারণে সন্দীপ শর্মাকে ফের বল করতে হল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সানরাইজার্সকে জিতিয়ে নায়ক আবদুল সামাদ। হায়দরাবাদের অপ্রত্যাশিত জয় এবং গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট। সোয়াই মান সিং স্টেডিয়ামে শেষ বলের চূড়ান্ত নাটকে পুরো পরিস্থিতিটাই বদলে যায়। শেষ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৭ রানের। সন্দীপের হাতে বল তুলে দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু অভিজ্ঞ সন্দীপই যে ভুলটা করে বসবেন কে জানত।

রবিবারের ঘরের মাঠে টস জিতে ব্যাটিং নিয়েছিল রাজস্থান। শুরু থেকেই বাটলার-যশস্বী ঝড়। অল্পের জন্য় শতরান হাতছাড়া জস বাটলারের। ৯৫ রানে ফেরেন। অধিনায়ক সঞ্জু স্য়ামসনও বিধ্বংসী ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান করে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে এর আগে কখনও ২০০-র বেশি স্কোর তাড়া করে জেতেনি সানরাইজার্স। এ বারই প্রথম। তাও আবার চূড়ান্ত নাটক শেষে।



Leave a Reply