Shubman Gill-Sara Ali Khan : এখানেই কি ইতি? শুভমনের মন ভাঙলেন সারা!


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 08, 2023 | 10:01 AM

Shubman Gill, IPL 2023 : বর্তমানে ১৬তম আইপিএলে ব্যস্ত শুভমন গিল। রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন গুজরাট টাইটান্সের (GT) তরুণ ওপেনার শুভমন গিল। ক্রিকেটের পাশাপাশি গিলের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার থাকে। হঠাৎই এ বার শুভমনের মন ভাঙলেন সারা।

Shubman Gill-Sara Ali Khan : এখানেই কি ইতি? শুভমনের মন ভাঙলেন সারা!

এখানেই কি ইতি? শুভমনের মন ভাঙলেন সারা!

নয়াদিল্লি : জাতীয় দল হোক বা আইপিএল (IPL) সবেতেই তরুণ তুর্কি শুভমন গিলের (Shubman Gill) ব্যাটের রানের মেগা শো দেখতে পাচ্ছে ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে গুজরাট টাইটান্স। এই ১১ ম্যাচের পর শুভমনের নামের পাশে রয়েছে ৪৬৯ রান। আইপিএলের সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন গিল। রবি-বিকেলে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন গিল। ৫১ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। সেই সুবাদেই অরেঞ্জ ক্যাপের দৌড়ে (আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটার অরেঞ্জ ক্যাপ পায়) বিরাট উন্নতি হয়েছে গিলের। ক্রিকেটের পাশাপাশি গিলের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার থাকে। আইপিএলের শেষের পথে ফের একবার গিলের ব্যাক্তিগত জীবন লাইমলাইটে। প্রায়শই শোনা যায় সারাকে মন দিয়েছেন শুভমন। যদিও এই সারা সচিনকন্যা নাকি সইফ কন্যা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। এরই মাঝে বেশ কয়েকবার সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও দু’জনই তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। এইসবের মধ্যেই হঠাৎই এ বার শুভমনের মন ভাঙলেন সারা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply