কপলা টুপির লড়াইয়ে আজ লিড বাড়ানোর সুযোগ ডুপ্লেসির


IPL 2023 : বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। আপাতত পঞ্চম স্থানে রয়েছেন তিনি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ইনিংস খেলে প্রথম তিনে উঠে আসার সুযোগ থাকছে বিরাট কোহলির সামনে।

Image Credit source: twitter

কলকাতা : ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের (IPL 2023) আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। এ বার বেশ কিছু ম্যাচেরই শেষ বলে ফয়সালা হয়েছে। তবে কোনও ম্য়াচই সুপার ওভারে যায়নি। সোমবার রাতে একটা সময় অবধি মনে হচ্ছিল, মরসুমের প্রথম কোনও ম্যাচ বোধ হয় সুপার ওভারে যেতে চলেছে। শেষ বলে মাত্র ২ রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। সিঙ্গল নিলে সুপার ওভার। বোলিংয়ে অর্শদীপ সিং। সে কারণেই সম্ভাবনা ছিল। যদিও শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআরের জয়ের নায়ক আরও একবার রিঙ্কু সিং। আইপিএলে সোমবার একটি ম্যাচই ছিল। ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। আজ মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। সোমবার রাতের পর পরিবর্তন না হলেও আজ সেই সম্ভাবনা প্রবল। অরেঞ্জ ক্য়াপ ডুপ্লেসির দখলেই রয়েছে। আজ তাঁর কাছে সুযোগ লিড বাড়িয়ে নেওয়ার। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।

আজ রাতে মরসুমের একাদশ ম্যাচ খেলতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থাকা ডুপ্লেসির দশ ম্যাচ পর সংগ্রহ ৫১১ রান। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একটা ভালো ইনিংস খেলে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে ফাফ ডুপ্লেসির সামনে।

আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। যদিও দীর্ঘস্থায়ী হয়নি তাঁর শীর্ষস্থান। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার। ১১ ম্য়াচে তাঁর মোট রান ৪৭৭।

অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। ১১ ম্যাচে তাঁর মোট রান ৪৬৯।

চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। এই বাঁ হাতি ব্যাটার ১১ ম্যাচে দশ ইনিংসে কনওয়ের মোট রান ৪৫৮।

বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। আপাতত পঞ্চম স্থানে রয়েছেন তিনি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ইনিংস খেলে প্রথম তিনে উঠে আসার সুযোগ থাকছে বিরাট কোহলির সামনে।

Leave a Reply