Mumbai Indians vs Royal Challengers Bangalore Report : আইপিএলের শুরুতে তাঁকে নিয়ে প্রবল চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শুরুতেও। কিন্তু এ দিন অন্য় মেজাজে স্কাই। মাঠের এমন কোনও জায়গা নেই, যেখানে শট খেলেননি। ৩৬০ ডিগ্রি শটে ওয়াংখেড়ে মাতালেন। যদিও অপরাজিত থেকে মাঠ ছাড়তে না পারার ক্ষীণ হতাশা। স্কাই আউট হতে ক্রিজে আসেন টিম ডেভিড। মাত্র ৮ রান বাকি। নেট রান রেট বাড়িয়ে নিতে যত দ্রুত সম্ভব জেতাই লক্ষ্য ছিল।
দীপঙ্কর ঘোষাল : আবেগ, হতাশা, নায়কের মিস ফিল্ড, তরুণ ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স এবং ৩৬০ ডিগ্রি ক্রিকেট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবরকম বিষয়ই নজরে পড়ল। এ বারের আইপিএলে ওয়াংখেড়েতে এর আগেও ২০০ প্লাস স্কোর তাড়া করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ২০০ রান তাড়া করতে নেমে এত বড় জয়! চুংগাম মুখে বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের। আইপিএলের শুরুতে তাঁকে নিয়ে প্রবল চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শুরুতেও। কিন্তু এ দিন অন্য় মেজাজে স্কাই। মাঠের এমন কোনও জায়গা নেই, যেখানে শট খেলেননি। ৩৬০ ডিগ্রি শটে ওয়াংখেড়ে মাতালেন। যদিও অপরাজিত থেকে মাঠ ছাড়তে না পারার ক্ষীণ হতাশা। স্কাই আউট হতে ক্রিজে আসেন টিম ডেভিড। মাত্র ৮ রান বাকি। নেট রান রেট বাড়িয়ে নিতে যত দ্রুত সম্ভব জেতাই লক্ষ্য ছিল। টিম ডেভিড গোল্ডেন ডাক। স্কাই থাকলে আরও আগেই ম্য়াচ শেষ হয়ে যেত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
বিস্তারিত আসছে…