লড়াইটা শুধু নিজের সঙ্গে, গম্ভীরদের পাল্টা বার্তা বিরাটের?


Gautam Gambhir and Naveen-ul-Haq : চলতি আইপিএলে লখনউয়ের ঘরের মাঠে, একানা স্টেডিয়ামে কোহলির সঙ্গে গম্ভীরের বিরাট তর্কাতর্কি হয়েছিল ভায়া আফগান তারকা ক্রিকেটার নবীন উল হক। ওই ঝামেলার রেশ এখনও চলছে। যদিও তা এখন মাঠে আটকে নেই। বরং তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে এ বার পাল্টা দিলেন বিরাট (Virat Kohli)।

Virat Kohli : লড়াইটা শুধু নিজের সঙ্গে, গম্ভীরদের পাল্টা বার্তা বিরাটের?

বেঙ্গালুরু : এ লড়াই যেন থামার নামই নিচ্ছে না। আইপিএল প্রায় শেষ হতে চলেছে। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিবাদ যেন কোনওমতেই থামছে না। লখনউয়ের ঘরের মাঠে, একানা স্টেডিয়ামে কোহলির সঙ্গে গম্ভীরের বিরাট তর্কাতর্কি হয়েছিল ভায়া আফগান তারকা ক্রিকেটার নবীন উল হক (Naveen Ul Haq)। ওই ঝামেলার রেশ এখনও চলছে। যদিও তা এখন মাঠে আটকে নেই। বরং তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে গত রবিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। ওই ম্যাচে ঋদ্ধিমান সাহা, রশিদ খানের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন বিরাট কোহলি। লখনউ হেরেছিল সেই ম্যাচে। গতকাল, মঙ্গলবার তার পাল্টা পোস্ট করেছেন গম্ভীর ও নবীন। এই গুরু-শিষ্য মিলে মুম্বই বনাম আরসিবি ম্যাচের কিছু কিছু অংশের ছবি তুলে একইভাবে ইনস্টা স্টোরিতে দেন। যা দেখে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় নেননি। কোহলিও যেন পুরো বিষয়টা বেশ ভালো ভাবেই লক্ষ্য করছেন। তাই তো এ বার গম্ভীর-নবীনদের পাল্টা বার্তা দিলেন কিং কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঠিক কীভাবে গুরু-শিষ্য (গৌতম-নবীন) বিরাট খোঁচা দিয়েছেন?

আসলে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ১ রান করে জেসন বেরহেনডর্ফের বলে আউট হন বিরাট কোহলি। লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর ওই মুম্বই বনাম আরসিবি ম্যাচে বিরাটের আউটের মুহূর্তের সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘হোয়্যাট আ প্লেয়ার’। সঙ্গে হাততালির তিনটি ইমোজি। প্রসঙ্গত, ঠিক একইভাবে ঋদ্ধিমান সাহার প্রশংসা করে একই কথা লিখেছিলেন কোহলি। নবীন উল হক আবার গুরু গম্ভীরকেও ছাপিয়ে গিয়েছেন। তিনি এক প্লেট মিষ্টি আম নিয়ে মুম্বই বনাম আরসিবি ম্যাচ দেখতে বসেছিলেন। নবীনের ইনস্টা স্টোরির প্রথম ছবিটি ছিল পীয়ুষ চাওলার। তখন আরসিবির ব্যাটিং চলছিল। আফগান পেসার স্টোরির ক্যাপশনে লেখেন, “মিষ্টি আম।” সঙ্গে তারিফের ইমোজি। তাঁর ইন্সটা স্টোরির পরের ছবিটি সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরার ব্যাটিংয়ের। নবীন সেই ছবিতে লেখেন, “আরও একবার আম খাচ্ছি। এখনও পর্যন্ত আমার খাওয়া সেরা আম। ধন্যবাদ ধবল ভাই।”

Leave a Reply