Shimron Hetmyer Catch :এক হাতের খেল, হেটমায়ারের জন্য নিশ্চিত ছয় বদলে গেল ক্যাচে!


KKR vs RR, IPL 2023: ব্যাট হাতে বড় বড় শট হাঁকানোর জন্য পরিচিত সিমরন হেটমায়ার। একইসঙ্গে দারুণ ফিল্ডার হিসেবেও পরিচিত তিনি।

Image Credit source: Twitter

কলকাতা: ইডেনে চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্সে রাজস্থানের বোলারদের দুর্ষর্ধ পারফরম্যান্স (IPL 2023)। চার উইকেট নিয়ে কেকেআরের (KKR vs RR) ব্যাটিং অর্ডারকে কাঁপিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল। ইডেনে যুজি-শো এর দিন আলাদা করে নজর কেড়ে নিলেন সিমরন হেটমায়ার। ব্যাট হাতে বড় বড় শট হাঁকানোর জন্য পরিচিত সিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। একইসঙ্গে দারুণ ফিল্ডার হিসেবেও পরিচিত তিনি। কেকেআরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এই ক্যারিবিয়ান ক্রিকেটার যা করে দেখালেন তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না ইডেনের জনতা। মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

১৬তম আইপিএলের ৫৬তম ম্যাচে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কেকেআরের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ এবং জেসন রয় ব্যাট করছিলেন। গুরবাজের ব্যাটে চার-ছয়ের দেখা মিলছিল। তৃতীয় ওভারে সিমরন হেটমায়ার বাউন্ডারি সীমানার কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে কেকেআরের ওপেনিং জুটি ভাঙেন। হেটমায়ারের এই ক্যাচটিই কি এখনও পর্যন্ত মরসুমের সেরা ক্যাচ? সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা।



Leave a Reply