আম্পায়ারকে মধ্যমা প্রদর্শন! গম্ভীরকে দেখেই ‘কোহলি কোহলি’ চিৎকার, নিজামের শহরে ধুন্ধুমার


Virat Kohli vs Gautam Gambhir : সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং চলাকালীন নো বল বিতর্কে কিছুক্ষণ তোলপাড় হয় হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচ। অভিযোগ, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় লখনউয়ের ডাগ আউটের দিকে নাট বল্টু জাতীয় কিছু একটা ছোড়া হয় (IPL 2023)।

Image Credit source: Twitter

হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে (SRH vs LSG)। লখনউয়ের মেন্টর মাঠে থাকলেও এদিনের ম্যাচে বিরাট কোহলির থাকা কথাই নয়। না থেকেও থাকলেন বিরাট। রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শকরা গম্ভীরকে (Gautam Gambhir) মনে করিয়ে দিলেন কোহলির সঙ্গে তাঁর বিবাদের কথা। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং চলাকালীন নো বল বিতর্কে কিছুক্ষণ তোলপাড় হয় হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচ। অভিযোগ, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় লখনউয়ের ডাগ আউটের দিকে নাট বল্টু জাতীয় কিছু একটা ছোড়া হয় (IPL 2023)। যা নিয়ে আম্পায়ারকে অভিযোগ জানাতে মাঠের ভেতর ঢুকে পড়েন সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। ফেরত আসার সময় গম্ভীরকে উদ্দেশ্য করে কোহলি…কোহলি রব ওঠে স্টেডিয়াম জুড়ে। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলে আবদুল সামাদ ছয় হাঁকান। পরের বলে এক রান নেন। আবেশ খানের ওই বল ‘নো’ কিনা তা নিয়ে ওঠে চরম বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা যায় আবেশ খানের বল আবদুল সামাদের কোমরের উপর দিয়ে গিয়েছেন। লখনউ রিভিউ নেয়। কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি। যা নিয়ে মাঠেই অল্প সময়ের জন্য কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কুইন্টন ডি কক এবং হেনরিখ ক্লাসেন। এদিকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠে হায়দরাবাদের গ্যালারি। অভিযোগ, ঠিক সেইসময়ই লখনউয়ের ডাগ আউটের দিকে দর্শকাসন থেকে কিছু একটা ছোড়া হয়। লখনউয়ের কোচ অ্যান্ড ফ্লাওয়ার দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে বাউন্ডারি লাইনের কাছে গিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিযোগ, সেইসময় বিতর্কিত অঙ্গভঙ্গিও করেন তিনি।

সাময়িক উত্তেজনা হলেও কিছুক্ষণের মধ্যে তা মিটেও যায়। লখনউ সুপার জায়ান্টসের কোচ, মেন্টররা হন্তদন্ত হয়ে ডাগ আউটে ফিরছিলেন। ঠিক সেইসময় গম্ভীরকে দেখেই মনের ‘ঝাল’ মিটিয়ে নেন হায়দরাবাদ সমর্থকরা। লখনউয়ের মেন্টরের উদ্দেশে কোহলি…কোহলি রব ওঠে। যদিও সেদিকে কান দেননি গম্ভীর। সেই সময়কার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



Leave a Reply